ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবারের বিজয় বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের বিজয় ॥ হাসানাত

প্রকাশিত: ০৪:০২, ১ জানুয়ারি ২০১৯

এবারের বিজয় বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের বিজয় ॥ হাসানাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মহাজোটের নিরঙ্কুশ বিজয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিজয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করে বরিশাল-১ আসন থেকে নৌকা মার্কা নিয়ে পুনরায় নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছেন। তার গতিশীল নেতৃত্বের জন্য আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে। এ বিজয় আওয়ামী লীগের নয়, এ বিজয় স্বাধীনতার সপক্ষের গোটা জাতির বিজয়। সোমবার সকালে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে দলীয় নেতাকর্মীরা তার সেরালে নিজ বাসভবনে শুভেচ্ছা জানাতে আসলে নেতাকর্মীদের উদ্দেশে তিনি (হাসানাত) বলেন, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যার মানবতা ও উন্নয়নের স্বীকৃতি ব্যালটের মাধ্যমে দিয়েছেন। যার ফলে সারাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। কুমিল্লায় বিএনপি নেতা হত্যার ঘটনায় তিনশ’ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ ডিসেম্বর ॥ নাঙ্গলকোটে ভোটের দিন বাচ্চু মিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে রবিবার রাতে নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামা তিনশ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কুমিল্লা-১০ সংসদীয় আসনের নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মোরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া। কেন্দ্রের অদূরে হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী তাকে কেন্দ্রে যেতে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে কেন্দ্রে যেতে চাইলে বাচ্চু মিয়াকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহতের ছেলে নাসির উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
×