ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুহিনের তারুণ্যে ধরাসায়ী প্রবীণ চৌধুরী

প্রকাশিত: ০৪:০১, ১ জানুয়ারি ২০১৯

তুহিনের তারুণ্যে ধরাসায়ী প্রবীণ চৌধুরী

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩১ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক পান চার বারের সাবেক এমপি প্রবীণ রাজনৈতিক খুররম খান চৌধুরী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে তরুণ এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন। গত ৩০ ডিসেম্বর রবিবার জাতীয় নির্বাচনে এই তরুণ এমপির কাছে ধরাসায়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী প্রবীণ চৌধুরী (খুররম চৌধুরী)। এ আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১৫টি কেন্দ্রের বিপরীতে মোট ভোটার ছিল দুই লাখ ৯৪ হাজার ৪০৪ জন। নৌকা, ধানের শীষ প্রতীক ছাড়াও এখানে লাঙ্গল, কুড়াল, হাতপাখা ও গোলাপফুল প্রতীক নিয়ে নির্বাচনে ছয়জন প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে আলোচনা ছিল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে নিয়েই। ভোটের দিন উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপস্থিত ভোটারের মধ্যে নারী ভোটারদের উপস্থিতিই বেশি লক্ষ্য করা যায়। মানুষ হাসিমুখে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে তাদের ভোট প্রয়োগ করেন। জানা গেছে, ঐক্যফ্রন্টের প্রার্থী খুররম খান চৌধুরীর চেয়ে প্রায় অর্ধেক বয়সের তরুণ আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আবেদিন খান তুহিন। তিনি বিগত পাঁচ বছরে এই এলাকায় ব্যপক উন্নয়ন সাধন করেছে। তার এই উন্নয়ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও দৃশ্যমান। এ জন্য তিনি সর্ব মহলের কাছে হয়ে উঠেন প্রিয়পাত্র। তাছাড়া নির্বাচনে সকল দ্বিধাবিভক্তি ভুলে আওয়ামী লীগ একাট্টা হয়ে প্রচার শুরু করেন নৌকার পক্ষে। প্রচারের শুরু থেকে প্রতিদিন ১২-১৫টি উঠান বৈঠক ও জনসভা করে ভোটের দৃশ্যপট পাল্টে দেন।
×