ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়-১ আসনে বাবার পর এবার ছেলে হারল নৌকার কাছে

প্রকাশিত: ০৪:০০, ১ জানুয়ারি ২০১৯

পঞ্চগড়-১ আসনে বাবার পর এবার ছেলে হারল নৌকার কাছে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাবার পর এবার ছেলে হারল নৌকার কাছে। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত করে নৌকার প্রার্থী আলহাজ মজাহারুল হক প্রধান সংসদ সদস্য নির্বাচিত হন। এবার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকেও ৫৩ হাজারের বেশি ভোটে হারিয়ে আলহাজ মজাহারুল হক প্রধান দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মজাহারুল হক প্রধান দলীয় টিকেট পাওয়ার পর মনোনয়নপত্র দাখিল করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীকে আসনটি ছেড়ে দেন। জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও জাসদের নাজমুল হক প্রধান মশাল প্রতীক নিয়ে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন। এবারেও নাজমুল হক প্রধান নৌকার টিকেট পেতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলেও তাকে মনোনয়ন না দিয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধানকে নৌকার টিকেট দেন। তবে, জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক এবারও লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও ভোট গ্রহণের একদিন আগে নৌকার প্রার্থী মজাহারুল হক প্রধানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
×