ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জ-১আসনে গাজীর হ্যাটট্রিক ॥ কাজীর পরাজয়

প্রকাশিত: ০৪:০০, ১ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জ-১আসনে গাজীর হ্যাটট্রিক ॥ কাজীর পরাজয়

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৩১ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী নৌকা প্রতীক গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এম পি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষ কাজী মনিরুজ্জামান মনির ১৬ হাজার ৪৩৪ পেয়েছেন ভোট। ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহম্মদ সফিকুল ইসলাম। এদিকে, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের পর থেকেই গোলাম দস্তগীর গাজীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষিকা, সংবাদ কর্মী, সুশীল সমাজের লোকজন রূপগঞ্জের রূপসী গাজী ভবনে ভিড় জমাচ্ছেন। পূর্বের ন্যায় আগামীতেও এ আসনের সাধারণ মানুষের সুখে-দুঃখে ও পাশে থেকে আরও বেশি বেশি উন্নয়ন মূলক কাজ করার আহ্বান জানান তারা। এছাড়া জাকের পার্টির মনোনীত প্রার্থী (গোলাপ ফুল) মাহফুজুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৭৬ ভোট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (লাঙ্গল) আজম খান পেয়েছেন ৪০১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) ইমদাদুল্লাহ হাসেমী পেয়েছেন ৬ হাজার ৩৮ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী (কাস্তে) মনিরুজ্জামান চন্দন পেয়েছেন ৩৩৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেহান আফজাল (আপেল) পেয়েছেন ৯৭ ভোট ও হাবিবুর রহমান হাবিব (সিংহ) পেয়েছেন ৩৭৩ ভোট । উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহম্মদ সফিকুল ইসলাম বলেন, এবার ১২৭টি কেন্দ্রের ৬৯৩টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
×