ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌকার বিজয়ে আত্মহারা দুই বাউল

প্রকাশিত: ০৩:৫৮, ১ জানুয়ারি ২০১৯

নৌকার বিজয়ে আত্মহারা দুই বাউল

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৩১ ডিসেম্বর ॥ ‘শেখ হাসিনার সোনার নৌকা নিছে পাল উড়াইয়া, আমার বঙ্গবন্ধুর নামের নৌকা কে ঠেকাইতে পারে। ডাইনে আল্লাহ বামে রাসুল, তোমরা ধীরে ধীরে চালাও তরী জয় বাংলার গান গাইয়া’। এভাবেই নৌকার বিজয়ে আনন্দে আত্মহারা হয়ে গ্রামের বাউল আব্দুল হালিম ও জাহাঙ্গীর গান গেয়ে চলেছেন রাস্তার ধারে ধারে। নৌকার প্রার্থী একাব্বর হোসেনের বিজয়ী হওয়ার খবর শুনে তারা ১৫ কিলোমিটার দূরে নিজ গ্রাম থেকে মির্জাপুর উপজেলা সদরে এসেছেন বিজয়ের গান গাওয়ার জন্য। আব্দুল হালিম ও জাহাঙ্গীরের বাড়ি মির্জাপুর উপজেলার আটিয়া মামুদপুর গ্রামে। এদের মধ্যে আব্দুল হালিম একজন অন্ধ বাউল। জানা গেছে, হাট, বাজার ও জনবহুল রাস্তার ধারে মজমা বসিয়ে গান গেয়ে থাকেন হালিম ও জাহাঙ্গীর। গান শুনে শ্রোতারা যে বখশিশ দেন তা দিয়েই সংসার চলে তাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসার পর টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একাব্বর হোসেনের জন্য নৌকার পক্ষে গান রচনা করেন বাউল হালিম ও জাহাঙ্গীর। অটোরিক্সা নিয়ে তাদের রচিত গান ঢোল-করতাল বাজিয়ে গেয়ে বেরিয়েছেন সারা উপজেলার নির্বাচনী এলাকায়। এভাবে তারা ১৯দিন নৌকার প্রচার করে গ্রামকে গ্রাম চষে বেরিয়েছেন বলে আব্দুল হালিম ও জাহাঙ্গীর জানান। রবিবার ভোট শেষ হওয়ার পর তারা জানতে পারেন মির্জাপুরসহ সারাদেশে নৌকার বিপুল জয় হয়েছে। খবর শুনে সোমবার সকালে দু’জনই ছুটে আসেন নিজ গ্রাম আটিয়া মামুদপুর থেকে মির্জাপুর উপজেলা সদরে। ঢোল ও করতাল বাজিয়ে আব্দুল হালিম ও জাহাঙ্গীর সৈয়দ টাওয়ারের সামনে শুরু করেন নৌকার বিজয়ের গান। এ সময় শত শত উৎসুক জনতা ভিড় করেন তাদের গান শোনার জন্য।
×