ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরঙ্কুশ জয়ে রাজশাহীর ছয় এমপিকে সংবর্ধনা

প্রকাশিত: ০৩:৫৩, ১ জানুয়ারি ২০১৯

নিরঙ্কুশ জয়ে রাজশাহীর ছয় এমপিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজশাহীর ছয়টি আসনেই আওয়ামী লীগের জয়জয়কার। নিরঙ্কুশ জয়ের পর দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভালবাসায় ভাসছেন নির্বাচিত সংসদ সদস্যরা। রেকর্ড জয়ে বাতাস লেগেছে নৌকার পালে। রাজশাহীর ৬টি আসনের মধ্যে এবার চারজনই হ্যাটট্রিক জয় পেয়েছেন। একজন দুইবারের মতো ও অন্যজন নবাগত প্রার্থী হিসেবে। এদের মধ্যে রাজশাহীর-১ আসনে ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৪ আসনে ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রাজশাহী-৩ আসনে অয়েন উদ্দিন দ্বিতীয়বারের মতো এবং নির্বাচনী লড়াইয়ে নতুন মুখ হিসেবে বিজয়ী হয়ে এসেছেন রাজশাহী-৫ আসনের প্রার্থী ডাঃ মনসুর রহমান। সোমবার সকালে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাগরপাড়ার বাসভবনে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নেতকর্মীরা বিজয় মিছিল বের করতে চাইলে দলীয় সভানেত্রীর নির্দেশনা না থাকায় তা মানা করা হয়। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের উন্নয়নে নিজেদের শ্রম ও মেধা উৎসর্গ করার আহ্বান জানান রাজশাহী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সকালে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে হড়গ্রাম বাজারের বাসভবনে আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ সময় কোন রকম বিজয় উল্লাস না করা এবং কোন রকম উস্কানিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিজেদের না জড়ানোর জন্য আহ্বান জানান ফজলে হোসেন বাদশা। এদিকে, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডাঃ মনসুর রহমানকেও সকালে নিজ নিজ বাড়িতে সংবর্ধানা দেন বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়া সকাল থেকেই রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আড়ানীর বাসভবনে ভিড় করে দলীয় নেতকর্মীরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন তাকে ফুল দিয়ে সিক্ত করেন। এ সময় জনতার উদ্দেশে শাহরিয়ার আলম বলেন, আপনরা তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করে যে সম্মান দেখালেন তার ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না। তবে প্রতিদান হিসেবে কথা দিয়ে যাচ্ছি, যতদিন বেঁচে থাকব সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে চারঘাট-বাঘার মানুষের সেবা করে যাব। তিনি বলেন, বর্তমান সরকার উন্ননের পথে এগিয়ে যাচ্ছে। এর কারণ এ দেশের মানুষ আবারও আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
×