ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন পেছাল

প্রকাশিত: ০৩:৪৮, ১ জানুয়ারি ২০১৯

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন পেছাল

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। ফলে এখন এ নির্বাচন নির্ধারিত সময়ের তিন মাস পর অনুষ্ঠিত হবে। রবিবার কর্মকর্তারা একথা জানান। -খবর এএফপির। প্রাদেশিক ও জেলা পরিষদের নির্বাচনের পাশাপাশি আগেই স্থগিত করা গজনি প্রদেশের পার্লামেন্টারি নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে। আটকাদেশ বাড়ল সাবেক নিশান বস কার্লোস গোসকে ২০১৯ সালের প্রথম দিনগুলো কারাগারেই থাকতে হবে। টোকিওর এক আদালত সোমবার তারা আটকাদেশ ১১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে। ১৯ নবেম্বর তাকে আটক করা হয়। ২১ ডিসেম্বর তার বিরুদ্ধে নতুন করে তিনটি পৃথক অভিযোগ দায়ের করা হয়। ফলে বাড়িতে বড়দিন উদযাপনের আশা আর পূরণ হয়নি। -এএফপি মাটি কাটতে গিয়ে কোটিপতি ভারতের মধ্যপ্রদেশের পান্না এলাকায় স্থানীয় শ্রমিক মতিলাল ও রঘুবীর প্রজাপতি মাটি কাটতে গিয়ে একটি হীরা পান। পরে সেটি সংগ্রহ করে সরকারী কর্মকর্তার দফতরে নিয়ে যান। সরকারের পক্ষ থেকে নিলামের আয়োজন করা হয়। প্রতি ক্যারেট হীরার দাম ধরা হয় ছয় লাখ রুপী। হীরাটি ছিল ৪২ ক্যারেটের। বিক্রি হয় দুই কোটি ৫৫ লাখ রুপীতে। ঝাঁসির এক ব্যবসায়ী সেটি কেনেন। পুরো অর্থের কিছুটা কর দেয়ার পর বাকিটা দুজনে ভাগ করে নেন তারা -ইবেলা
×