ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আইএস অবস্থানে হামলা চালাতে ইরাককে অনুমতি

প্রকাশিত: ০৩:৪৪, ১ জানুয়ারি ২০১৯

সিরিয়ায় আইএস অবস্থানে হামলা চালাতে ইরাককে অনুমতি

সিরিয়ার অভ্যন্তরে অবস্থানরত জঙ্গীগোষ্ঠী আইএসের অবস্থানে তাৎক্ষণিক পূর্ব অনুমতি ছাড়াই হামলা চালাতে পারবে ইরাকের জঙ্গীবিমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরাক সরকারকে এই আগাম অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। -ইয়াহু নিউজ। ইরাকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা রাশিয়ার নিউজ চ্যানেল ‘আরটি’কে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকী জঙ্গীবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং আইএসের অবস্থানে বোমা হামলা চালাতে পারবে। অবশ্য আইএসের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই দামেস্কের কাছে হস্তান্তরেরও আহ্বান জানিয়েছেন বাশার আল-আসাদ। ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ এ অনুমতি দিয়েছেন তা জানানো হয়নি। তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন। গত ১২ ডিসেম্বর ইরাক সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর জঙ্গীবিমান সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে আইএসের অবস্থানে বোমাবর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে আইএস জঙ্গীরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয় এবং এতে ৩০ জঙ্গী নিহত হয় বলে বাগদাদের বিবৃতিতে জানানো হয়। সিরিয়ার একই শহরে ইরাকী জঙ্গীবিমানের আলাদা হামলায় অপর ১৪ জঙ্গী নিহত হয়।
×