ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুগলের বিরুদ্ধে ‘ফেসিয়াল রিকগনিশন’ মামলা খারিজ

প্রকাশিত: ০৯:১৮, ৩১ ডিসেম্বর ২০১৮

গুগলের বিরুদ্ধে ‘ফেসিয়াল রিকগনিশন’ মামলা খারিজ

অনলাইন ডেস্ক ॥ শনিবার গুগলের বিরুদ্ধে গ্রাহকের ‘ফেসিয়াল রিকগনিশন’ মামলা খারিজ করেছেন মার্কিন বিচারক। গ্রাহকের দাবি গুগলের ছবি শেয়ারিং ও স্টোরেজ সেবা তাদের গোপনীয়তার অধিকার অমান্য করেছে। গ্রাহকের “যথাযথ কোনো ক্ষতির” প্রমাণ না পাওয়ায় মামলাটি খারিজ করেন বিচারক-- খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিচার নিয়ে গুগলের আবেদন মঞ্জুর করেছেন মার্কিন জেলা বিচারক এডমন্ড চ্যাং। "বাদীরা কোনো গুরুতর আঘাত না পাওয়ায়" আদালত এক্ষেত্রে বিচারের মতো ঘটনার অভাব দেখছে বল মত তার। গুগলের বিরুদ্ধে ২০১৬ সালের মার্চ মাসে এই মামলা করা হয়। মামলায় বলা হয় গুগল ফটোস সেবায় অনুমতি ছাড়া ‘ফেসিয়াল রিকগনিশন’ সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের ছবি থেকে বায়োমেট্রিক ডেটা জোগাড় ও মজুদ করে গুগল রাষ্ট্রীয় আইন অমান্য করেছে। মামলায় বাদী পক্ষ থেকে “হাজারো ভুক্তভোগীর” জন্য মোট ৫০ লাখ মার্কিন ডলার দাবি করা হয়। ইচ্ছাকৃতভাবে প্রতিটি বায়োমেট্রিক অ্যাক্ট ভাঙ্গার জন্য পাঁচ হাজার মার্কিন ডলার বা অনিচ্ছাকৃতভাবে আইন ভাঙ্গার জন্য এক হাজার ডলার করে দাবি করা হয়েছে মামলায়। তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য বাদীপক্ষের আইনজীবী বা গুগলের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
×