ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে লজ্জা দিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

প্রকাশিত: ০৭:২৭, ৩১ ডিসেম্বর ২০১৮

শ্রীলঙ্কাকে লজ্জা দিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েলিংটনে তবু বৃষ্টির আগে অবিশ্বাস্য ব্যাটিংয়ে নাড়িয়ে দিয়েছিলেন এ্যাঞ্জেলো ম্যাথুস ও কুসল মেন্ডিস। ড্র টেস্টে সর্বত্র প্রশংসিত ছিল সফরকারীরা। কিন্তু সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে পাত্তাই পেল না দীনেশ চান্দিমালের দল। রবিবার পঞ্চম ও শেষদিনে ২৩৬ রানে অলআউট হয়ে লঙ্কানরা হেরেছে ৪২৩ রানের বিশাল ব্যবধানে। শ্রীলঙ্কার যেমন এটি নিজেদের টেস্ট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় হার, তেমনি নিউজিল্যান্ডেরও সবচেয়ে বড় জয়। প্রথম ইনিংসে সফরকারীরা গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৪ রানে। নিউজিল্যান্ড ১৭৮ ও ৫৮৫/৪ ডিক্লেয়ার। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৮ রান এবং বোলিংয়ে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন কিউই পেসার টিম সাউদি। বৃহস্পতিবার মাউন্ট ম্যাঙ্গাউইয়ে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে, সর্বশেষ একমাত্র টি২০। ইনিংস ব্যবধানে ফল হয়নি এমন ম্যাচে রানের দিক থেকে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়টি ছিল ২৫৪ রানের। ২০১৬ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে সেই জয় পেয়েছিল তারা। ইনিংস ব্যবধানে ফল হয়নি এমন ম্যাচে রানের দিক থেকে শ্রীলঙ্কার সবচেয়ে বড় হারটি ছিল ভারতের বিপক্ষে। গত বছর লঙ্কানরা হেরেছিল ৩০৪ রানে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা চারটি টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতে হারিয়েছিল পাকিস্তানকে। হ্যাগলি ওভালে রবিবার ৬ উইকেটে ২৩১ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা গুটিয়ে যায় ২৩৬ রানে। আগেরদিন চোট পেয়ে মাঠ ছাড়া এ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাটিংয়ে নামেননি। হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়া সফরে তার খেলা অনিশ্চিত। পঞ্চম ও শেষদিনে মাত্র ১৪ বলে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিলেন ট্রেন্ট বোল্ট ও নিল ওয়েগনার। দিনের তৃতীয় বলে সুরঙ্গা লাকমলকে বোল্ড করে ফেরান বোল্ট। পরের ওভারে দিলরুয়ান পেরেরাকে বিদায় করেন ওয়াগনার। দুশমন্থ চামিরাকে ফিরিয়ে লঙ্কানদের থামিয়ে দেন বোল্ট। ওয়াগনার ৪ উইকেট নেন ৪৮ রানে। বোল্ট ৭৭ রানে নেন তিনটি। ঝড়ো ৬৮ রান আর দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাউদি। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ১৭৮/১০ (৫০ ওভার; র‌্যাভাল ৬, লাথাম ১০, উইলিয়ামসন ২, টেইলর ২৭, নিকোলস ১, ওয়াটলিং ৪৬, ডি গ্র্যান্ডহোম ১, সাউদি ৬৮, ওয়েগনার ০, প্যাটেল ২, বোল্ট ১*; লাকমল ৫/৫৪, কুমারা ৩/৪৯, পেরেরা ১/১৩) ও দ্বিতীয় ইনিংস ॥ ৫৮৫/৪ ডিক্লেঃ (১৫৩ ওভার; র‌্যাভাল ৭৪, উইলিয়ামসন ৪৮, লাথাম ১৭৬, টেইলর ৪০, নিকোলস ১৬২*, ডি গ্র্যান্ডহোম ৭১*; লাকমল ০/৯৬, কুমারা ২/১৩৪, চামিরা ১/১৪৭, পেরেরা ১/১৪৯, গুনাথিলাকা ০/৪৫, করুনারত্নে ০/৬)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ১০৪/১০ (৪১ ওভার; ম্যাথুস ৩৩*, সিলভা ২১, ডিকভেলা ৪, পেরেরা ০, লাকমল ০, চামিরা ০, কুমারা ০; বোল্ট ৬/৩০, সাউদি ৩/৩৫, ডি গ্র্যান্ডহোম ১/১৯, ওয়েগনার ০/১০) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৩৬/১০ (১০৬.২ ওভার; গুনাথিলাকা ৪, করুনারতেœ ০, চান্দিমাল ৫৬, মেন্ডিস ৬৭, ম্যাথুস আহত অবসর ২২, সিলভা ১৮, ডিকভেলা ১৯, পেরেরা ২২, লাকমল ১৮, চামিরা ৩, কুমারা ০*; বোল্ট ৩/৭৭, সাউদি ২/৬১, ডি গ্র্যান্ডহোম ০/২৩, ওয়াগনার ৪/৪৮, প্যাটেল ০/২১)। ফল ॥ নিউজিল্যান্ড ৪২৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ টিম সাউদি (নিউজিল্যান্ড)। সিরিজ ॥ দুই টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে জয়ী।
×