ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরগুনা-১ আসনে ভোট দিলেন না বিএনপি প্রার্থী

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ ডিসেম্বর ২০১৮

 বরগুনা-১ আসনে ভোট দিলেন না বিএনপি প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে সর্ব্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট প্রদান করেছে। কিন্তু এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান তালুকদার বিকেল চারটা পর্যন্ত কচুপাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় তার কেন্দ্রে ভোট দেয়নি। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করেছে। তবে খুব সকালে ভোটারদের উপস্থিতি ছিল কম। সকাল নয়টার দিকে ভোটার সংখ্যা বাড়তে থাকে। দুপুর ১২টার দিকে আবার ভোটার সংখ্যা কমে যায়। দুপুর ১০টা ৪৪ মিনিটের সময় উপজেলার গাজীপুর বন্দর সিনিয়র মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। ওই সময়ে ওই কেন্দ্রের একটি বুথে ৫৩০ ভোটের মধ্যে দুই’শত ভোট গ্রহণ করা হয়েছে। ওই কেন্দ্রের ভোটার সোহেল রানা জানান, আমি সকালে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১১টায় গিয়ে দেখা গেছে ভোটাররা সারিবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। ওই কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছরের বৃদ্ধ প্যারালাইস্ট রোগী নুরুল হক মাস্টার জানান, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোটার প্রকৌশলী মোঃ স্বপন বলেন, শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছি। গোছখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। কিন্তু ভোট গ্রহণ ভালই চলছিল। গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। বেলা সাড়ে ১১টায় ওই কেন্দ্রের একটি বুথে ৪৬৬ ভোটের মধ্যে ৩ শতাধিক ভোট গ্রহণ করা হয়েছে। ১২টা ৪৭ মিনিটের সময় ঘটনাখালী সরকারী প্রাথমিক ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটররা সুন্দর পরিবেশে ভোট দিচ্ছেন। ওই সময় ওই কেন্দ্রের একটি বুথে ৪৬৫ ভোটের মধ্যে ২৮০ জন ভোটার ভোট প্রদান করেছে। ভোটার মোঃ আলমগীর কবির বলেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। দুপুর আড়াইটার দিকে তালতলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। কিন্তু ওই কেন্দ্রে ২ হাজার ৯০৪ ভোটের মধ্যে ২ হাজার ২শ’ ভোট গ্রহণ করা হয়েছে। তালতলীর গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা গেছে, বিকেল তিনটার দিকে ২ হাজার ১০৬ ভোটের মধ্যে ১ হাজার ৬শ’ ভোট গ্রহণ করা হয়েছে। কচুপাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় বিকেল চারটার দিকে গিয়ে দেখা গেছে, ওই কেন্দ্রে বিএনপি প্রার্থী মোঃ মতিয়ার রহমান তালুকদার তিনি ভোট দিতে আসেননি। ওই কেন্দ্রের প্রিসাইটিং অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, বিএনপি প্রার্থী মোঃ মতিয়ার রহমান তালুকদারের এই কেন্দ্রে তার ভোট থাকলেও তিনি ভোট দিতে আসেনি। আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, উপজেলার সকল ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিñিদ্র্র নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছে। আমতলী ইউএনও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
×