ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের উল্কা বৃষ্টি

প্রকাশিত: ০৫:৫২, ৩১ ডিসেম্বর ২০১৮

 ফের উল্কা বৃষ্টি

১১০ বছর আগে সাইবেরিয়ায় যেমন ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল ঠিক তেমনি বিস্ফোরণ হতে যাচ্ছে আবার। বিজ্ঞানীদের ধারণা আগামী বছর জুনে এ বিস্ফোরণ হতে পারে। গবেষকদের ধারণা, এই মহাজাগতিক বস্তুর বিস্ফোরণে ভরে যেতে পারে ৮০০ বর্গমাইল এলাকার আকাশ। আমেরিকার লস এ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির পদার্থবিজ্ঞানী মার্ক বসলাফ ও অন্টারিওর ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব লন্ডনের পদার্থবিদ পিটার ব্রাউন এমনটাই জানিয়েছেন। তারা বলেন, আগামী জুনে একটি দৈত্যাকার এ্যাস্টারয়েড বা গ্রহাণু পৃথিবীর বায়ুম লে ঢুকে পড়বে। তারপর বায়ুম লের সঙ্গে সংঘর্ষে তা ফাটবে ভয়ঙ্কর শব্দে। গবেষণাপত্রটি এই মাসে ওয়াশিংটনে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বৈঠকে পেশ করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, আগামী বছরের জুনে যে উল্কা বৃষ্টি হবে তাতে সাইবেরিয়ার ঘটনার মতোই কোন দৈত্যাকার মহাজাগতিক বস্তু থাকবে নাকি তার আকার হবে তার চেয়েও বেশি, তা নিয়ে তাদের পর্যবেক্ষণ ও হিসাব-নিকাশ এখনও চলছে। -সায়েন্স নিউজ অবলম্বনে।
×