ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনগণ এবার ’৭০ সালের মতোই নৌকায় ভোট দিয়েছে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫১, ৩১ ডিসেম্বর ২০১৮

  জনগণ এবার ’৭০ সালের মতোই নৌকায় ভোট দিয়েছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- কাজীপুর, সিরাজগঞ্জসহ সারাদেশের মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। কৃতজ্ঞ বাঙালী জাতি সত্তর সালের মতোই আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করেছে। তিনি রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজীপুরে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটারের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সরকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিল। এ দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে সরকারের সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছে। কোন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে দমিয়ে রাখা যায়নি। ১৯৭০ সালের মতোই এ দেশের সাধারণ মানুষ ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আনিসুল হক ॥ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে (কসবা আখাউড়ায়) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে উপজেলার ৭৪ কেন্দ্রে কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে শুধু দু’জন প্রার্থী থাকায় দ্রুত ভোটাররা ভোট দিতে পেরেছে। প্রতি কেন্দ্রে নতুন ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে নতুন ভোটাররা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক ও ইসলামী আন্দোলনের মুফতী মোঃ জসিম। সকালে আইনমন্ত্রী তার গ্রামের বাড়ি পানিয়ারূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। ডাঃ হাবিবে মিল্লাত ॥ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ভোটারের নৌকা প্রতীকে ভোট প্রদান এবং ভোট কেন্দ্রে উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, গত ১০ বছরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি দলীয় কর্মী এবং ভোটাররাও নৌকায় ভোট দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেন, ভোট গণনার পর তার নির্বাচনী এলাকায় কোন আনন্দ মিছিলের নামে প্রতিহিংসা বাস্তবায়ন করা যাবে না।
×