ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্জনের ঘোষণা ৪২ প্রার্থীর

প্রকাশিত: ০৫:৫০, ৩১ ডিসেম্বর ২০১৮

  বর্জনের ঘোষণা ৪২ প্রার্থীর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ও দলটির সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক বক্তব্যের আগেই অনিয়মের অভিযোগ এনে ব্যক্তিগতভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন প্রায় অর্ধশত আসনের প্রার্থী। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪২ জনের বর্জনের খবর পাওয়া গেছে। যারা প্রায় সকলেই বিএনপি- জামায়াত সমর্থিত প্রার্থী। দেশজুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের খবরের মধ্যেই তারা ‘অনিয়মের অভিযোগ’ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নিয়মের অভিযোগ এনে নির্বাচন শেষ হওয়ার আগে দুপুরে বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। ভোট গ্রহণের মাঝপথে তিনি বলেন, শুরু থেকেই নির্বাচনের ‘পরিবেশ ছিল না’, তারপরও তিনি সুষ্ঠু ভোটের আশায় ছিলেন। গুলশান, বনানী, সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে পার্থের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট সালমা ইসলাম অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সালমা ইসলাম দাবি করেন, তার নির্বাচনী আসনের কেন্দ্রগুলো থেকে এজেন্টদের জোর করে বের করে দেয়া হয়েছে। সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নরুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তার পক্ষে ভোট বর্জনের ঘোষণা দেন এই আসনে ২০ দলীয় জোটের নির্বাচনের প্রধান সমন্বয়কারী শ্যামনগর উপজেলা জামায়াতের আমির প্রফেসর আব্দুল জলিল। বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ (মোড়লগঞ্জ-শরনখোলা) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুল আলীম নির্বাচন বর্জন করেছেন। হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আহমদ আবদুল কাদের। নাটোরে তিনটি আসনে প্রার্থীরা ভোট বর্জন করেছেন। তারা সবাই জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। নাটোর-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কামরুন্নাহার শিরিন, নাটোর-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের সাবিনা ইয়াসমিন ছবি ও নাটোর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের দাউদার মাহমুদ ভোট বর্জন করেছেন। গাইবান্ধা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মাজেদুর রহমান সরকার, গাইবান্ধা-৪ আসনের জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মশিউর রহমান ও গাইবান্ধা-৫ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ওমর ফারুক ও জাতীয় পার্টির গোলাম শহীদ ভোট বর্জন করেছেন। জয়পুরহাট-১ ও ২ আসনের দু’জন প্রার্থী ভোট বর্জন করেছেন। তারা হলেন জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির (লঙ্গল) আ স ম মুক্তাদির তিতাস এবং জয়পুরহাট-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এইএম খলিলুর রহমান। নীলফামারী- ২ ও ৩ আসনে জামায়াত সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত দুই প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন, নীলফামারী-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনিরুজ্জামান মন্টু ও নীলফামারী-৩ আসনের আজিজুল ইসলাম। শেরপুর-২ ও ৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল ভোট বর্জন করেছেন। জামালপুর-২ আসনের প্রার্থী সুলতান মাহমুদ বাবু ও জামালপুর-৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুল ভোট বর্জন করেছেন। তারা দু’জনই জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। যশোর-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মফিকুল ইসলাম তৃপ্তি, যশোর-৪ আসনে এনপিপির প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ ও যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বারী ভোট কর্জন করেছেন। ময়মনসিংহ-৩, ৫, ৬, ৯ ও ১১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তারা হলেন, ময়মনসিংহ-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন, ময়মনসিংহ-৫ আসনের জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ আসনের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহম্মেদ, ময়মনসিংহ-৯ আসনের খুররম খান চৌধুরী ও ময়মনসিংহ-১১ আসনের ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু। এছাড়া রাজশাহী-৪ আসনে বিএনপির আবু হেনা, ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত প্রার্থী আব্দুল হাকিম, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম খান চুন্নু ও কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী শরীফুল আলম, কিশোরগঞ্জ-৩ আসনে ঐক্যফ্রন্টের (জেএসডি) প্রার্থী ড. সাইফুল ইসলাম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম, সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর উপজেলার একাংশ) আসনে বিএনপির প্রার্থী কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-২ (সদর উপজলোর একাংশ-কামারখন্দ) আসনে বিএনপির রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মাওলানা মতিয়ার রহমান, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ফরিদপুর-২ (নগরকান্দা-শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বাগেরহাট-৩ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ ও বাগেরহাট-৪ আসনে জেলা জামায়াতের শুরা সদস্য মোঃ আবদুল আলীম সকাল ১১টায় ভোট বর্জন করেন। বাগেরহাট-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ রানা ভোট বর্জন করেছেন। খুলনা-১ আসনের বিএনপির প্রার্থী আমির এজাজ খান, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের আজিজুল বারী হেলাল ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা তিনজনই বিএনপির প্রার্থী। খুলনা-১ আসনে বিএনপির পর জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায় নির্বাচন বর্জন করেছেন। খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া জামায়াতের খুলনা মহানগর আমির আবুল কালাম আজাদ ভোট বর্জন করেন। গাইবান্ধা-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ মাজেদুর রহমান ভোট বর্জন করেছেন। বরিশাল-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া নাগরিক ঐক্যের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর ভোট বর্জন করেন। দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া জেলা জামায়াতের আমির মোঃ আনোয়ারুল ইসলাম ভোট বর্জন করেছেন। শরীয়তপুর-২ আসনে বিএনপির সফিকুর রহমান কিরণ ভোট বর্জন করেছেন। কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপি প্রার্থী শরিফুল আলম ভোট বর্জন করেছেন। পাবনা-৪ বিএনপি প্রার্থী হাবিবুর রহমান খান ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আল-আমিন মোল্লা ভোট বর্জন করেছেন। ঝিনাইদহ-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ আসাদুজ্জামান সামাদ ভোট বর্জন করেছেন। ঝিনাইদহ-৩ আসনের ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মতিয়ার রহমানের পক্ষে তার এজেন্ট ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী ভোট বর্জন করেছেন। শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মোঃ মাহমুদুল হক নির্বাচন বর্জন করেছেন।
×