ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন আর নেই

প্রকাশিত: ০৫:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৮

 চলচ্চিত্র পরিচালক  মৃণাল সেন আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ উপমহাদেশের প্রখ্যাত বাঙালী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন আর নেই। রবিবার সকাল সাড়ে ১০টায় কলকাতার ভবানীপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে ঢালিউড ও বলিউডের শিল্পী ও কুশিলবসহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গভীর শোক প্রকাশ করেছেন। বাঙালী এই প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখকের জন্ম ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে। মৃণাল সেন পড়াশোনার জন্য কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন; কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিদ্যায় পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত হলেও কখনও ওই দলের সদস্য হননি। চল্লিশের দশকে মৃণাল সেন আইপিটিএ’র (ইন্ডিয়ান পিপ্থিয়েটার এ্যাসোসিয়েশন) সঙ্গে যুক্ত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তিনি সাংবাদিক, ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্রে শব্দকুশলী হিসেবে কাজ করেন। -খবর টাইমস অব ইন্ডিয়া, ডন ও আনন্দবাজার পত্রিকার। ১৯৫৫ সালে মৃণাল সেনের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রাতভোর’ মুক্তি পায়। তার আগে ১৯৫০ সালে ‘দুধারা’ নামে একটি সিনেমা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও সিনেমাটির পরিচালক হিসেবে নাম রয়েছে ‘অনামী’। এই ছবির কাহিনী মৃণাল সেনের। বিশিষ্ট সিনেমাটোগ্রাফার বিদ্যাপতি ঘোষ এই সিনেমার ক্যামেরাম্যান ছিলেন। চলচ্চিত্রের অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন গীতা সোম, পরবর্তীতে মৃণাল সেন গীতাকে বিয়ে করেন। দ্বিতীয় চলচ্চিত্র ‘নীল আকাশের নীচে’ মৃণাল সেনকে আপামর দর্শকের সঙ্গে সুপরিচিত করে তোলে। তৃতীয় চলচ্চিত্র ‘বাইশে শ্রাবণ’ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। ১৯৬৯ সালে তার পরিচালিত চলচ্চিত্র ‘ভুবন সোম’ মুক্তি পায়। ইন্টারভিউ (১৯৭১, ক্যালকাটা ৭১ (১৯৭২) এবং পদাতিক (১৯৭৩) চলচ্চিত্র তিনটির মাধ্যমে মৃণাল সেন তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেন তার চলচ্চিত্র এক দিন প্রতিদিন (১৯৭৯) এবং খারিজ (১৯৮২) এর মাধ্যমে। খারিজ ১৯৮৩ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পায়। ১৯৮০ সালে মৃণাল সেনের চলচ্চিত্র ‘আকালের সন্ধানে’ মুক্তি পায়। ‘আকালের সন্ধানে’ ১৯৮১ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জয় করে। মৃণাল সেনের পরবর্তীকালের উল্লেখযোগ্য চলচ্চিত্র মহাপৃথিবী (১৯৯২) এবং অন্তরীণ (১৯৯৪)। তার শেষ চলচ্চিত্র ‘আমার ভুবন’ মুক্তি পায় ২০০২ সালে। মৃণাল সেন বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন। ১৯৬৬ সালে ওড়িয়া ভাষায় নির্মাণ করেন ‘মাটির মনীষ’, যা কালীন্দিচরণ পাণিগ্রাহীর গল্প অবলম্বনে নির্মিত। ১৯৬৯ এ বনফুলের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় নির্মাণ করেন ‘ভুবন সোম’। ১৯৭৭ সালে প্রেম চন্দের গল্প অবলম্বনে তেলেগু ভাষায় নির্মাণ করেন ‘ওকা উরি কথা’। (আরও খবর ৯-এর পাতায়)
×