ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে মসজিদে আইএস পতাকা হাতে মুখোশধারীদের বিশৃঙ্খলা

প্রকাশিত: ০৫:১১, ৩১ ডিসেম্বর ২০১৮

 কাশ্মীরে মসজিদে  আইএস পতাকা হাতে  মুখোশধারীদের বিশৃঙ্খলা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ঐতিহাসিক শ্রীনগর জামিয়া মসজিদে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা হাতে একদল মুখোশধারী যুবকের স্লোগান ও জুতা পায়ে মিম্বরে ওঠার ঘটনায় মসজিদ কমিটি ও বিচ্ছিন্নতাবাদী মুসলিম সংগঠনগুলো ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ওই ঘটনার সময় মসজিদটি প্রায় খালি ছিল। এনডিটিভি। উপস্থিত মুসল্লিরা পরে ওই মুখোশধারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ নিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া একটি ভিডিও ভাইরাল হয়। কর্মকর্তারা জানান, মুখোশধারীদের হুট করে ঢুকে পড়া ও স্লোগান দেয়ার সময় জুমার নামাজের আগে খুতবা পাঠকারী হুররিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক মসজিদটিতে ছিলেন না। মুখোশধারী একদল যুবক ঝড়ের বেগে মসজিদে ঢুকে মিরওয়াইজ যেখানে খুতবা পড়ছিলেন সেই মিম্বরের দিকে যায়। তাদের একজন জুতা পায়েই মিম্বরের ওপর দাঁড়িয়ে যান ও চিৎকার করে স্লোগান দিতে থাকেন। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে মসজিদের ব্যবস্থাপক কমিটি আনজুমান ওয়াকফ জামা মসজিদ। এক বিবৃতিতে মসজিদ কমিটি বলেছে, ওদেরই একজন ঘটনাটির ভিডিও করে, যা বোঝায় পুরো ঘটনাটিই ছিল পূর্বপরিকল্পিত। স্বাভাবিকভাবেই এটি জনগণকে কষ্ট দিয়েছে, অশান্তি ও গভীর বিরক্তি সৃষ্টি করেছে। মসজিদটিকে নিয়ে তাদের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এই ঘটনা।
×