ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ার দুই-তৃতীয়াংশ পূর্ণ নিয়ন্ত্রণে

আরববিশ্বে আসাদের অবস্থান সুসংহত

প্রকাশিত: ০৫:০৯, ৩১ ডিসেম্বর ২০১৮

 আরববিশ্বে আসাদের অবস্থান সুসংহত

সিরিয়ার গৃহযুদ্ধ প্রায় ৮ বছরে পড়ল। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিজ দেশে এবং আরব অঞ্চলে আগের যে কোন সময়ের চেয়ে আরও বেশি স্বস্তিপূর্ণ বলে মনে হচ্ছে। খবর এএফপির। ২০১৮ সাল শেষ হয়ে যাচ্ছে। বিদ্রোহী ও জিহাদীদের বিরুদ্ধে বেশকিছু বিজয় অর্জনের পর বর্তমানে দামেস্কে মস্কো সমর্থিত সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল। সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের এ মাসের এক আকস্মিক ঘোষণার পর প্রশাসন কুর্দী নেতৃত্বে নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব অর্জনের পথে রয়েছে বলে মনে হচ্ছে। দামেস্ক শুক্রবার কুর্দী নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) ওপর দীর্ঘ সময় ধরে চলে আসা তুর্কী আক্রমণের হুমকি প্রতিহত করার জন্য তুরস্ক সংলগ্ন সীমান্তের কাছে উত্তরাঞ্চলে সৈন্য পাঠিয়েছে। দামেস্ক এর প্রধান সমর্থক কুর্দীদের আমন্ত্রণে এ পদক্ষেপ নিয়েছে। কুর্দীরা যুক্তরাষ্ট্রের আকস্মিক সৈন্য প্রত্যাহারের ঘোষণায় নিজেদের সহায়হীন মনে করছে। কুর্দী বিষয়ক বিশেষজ্ঞ মুতলু সিভিরোগলু বলেন, আসাদ দিন দিন কূটনৈতিক ও সামরিক দিক থেকে তার ক্ষমতা সুসংহত করছেন। আসাদ এর আগে এসডিএফ অধিকৃত তেলসমৃদ্ধ অঞ্চল আলোচনা বা শক্তি প্রয়োগ করে পুনর্দখলের হুমকি দিয়েছেন। সিভিরোগলু বলেন, সরকার কুর্দীদের সঙ্গে লড়াই না করে বরং আমন্ত্রিত হয়েছে তাদের অঞ্চলে প্রবেশের জন্য। এ বিশ্লেষক বলেন, আসাদের জন্য এর চেয়ে ভাল কিছু হতে পারে না। এসডিএফ অধিকৃত উত্তর পূর্বাঞ্চল ছাড়া বিদ্রোহী অধিকৃত ইদলিব অঞ্চল আসাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। কিন্তু এটা এক অস্ত্র বিরতি চুক্তির বিষয়। এসডিএফ ইরাকী সীমান্তের কাছে পূর্বাঞ্চলের ঘাঁটি থেকে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সর্বশেষ যোদ্ধাকে বিতাড়িত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু জিহাদীরাও দেশের বিশাল বাদিয়া মরুভূমিতে তাদের অবস্থান ধরে রেখেছে। কুর্দী যোদ্ধারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আক্রমণের পুরোভাগে রয়েছে এবং উত্তরাঞ্চলে এসডিএফের পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সদস্যদের উপস্থিতিতে এর আগে আক্রমণে তুরস্ক নিরুৎসাহ বোধ করেছে। যুক্তরাষ্ট্রের গত সপ্তাহের সৈন্য প্রত্যাহারের ঘোষণায় আক্রমণের আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে। কারণ, এর আগে তুরস্ক যুদ্ধবিধ্বস্ত দেশটির ওপর দুবার আক্রমণ চালিয়েছে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির বিশ্লেষক নিকোলাস হেরাস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৈন্য প্রত্যাহারের নির্দেশে এ অঞ্চলে সহযোগী আরব দেশের প্রতি একটি বার্তাও পৌঁছেছে। তিনি বলেন, সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্তে আরব দেশগুলোর প্রতি এ আভাস দেয়া হচ্ছে যে, দেশগুলো নিজেদের ব্যাপারে মার্কিন নীতির জন্য অপেক্ষা করা ঠিক হবে না। সুদানী প্রেসিডেন্ট ওমর আল বশিরের ১০ দিন আগে সিরীয় রাজধানী দামেস্ক সফরের পর বৃহস্পতিবার এখানে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস খোলা হয়েছে। বাহরাইন ঘোষণা করেছে, দেশটি সিরিয়ায় কূটনৈতিক মিশন খুলবে। সিরিয়ার এ যুদ্ধে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। হেরাস বলেছেন, প্রেসিডেন্ট দেশ পুনর্গঠনের জন্য সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছতে উদ্যোগ নেবেন।
×