ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিশো-মেহেজাবিনের ‘এই শহরে ভালবাসা নেই’

প্রকাশিত: ০৫:০৩, ৩১ ডিসেম্বর ২০১৮

   নিশো-মেহেজাবিনের ‘এই শহরে ভালবাসা নেই’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ‘এই শহরে ভালবাসা নেই’ নাটকের শূটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহেজাবিন চৌধুরী। নাটকটি সম্পর্কে মেহেজাবিন বলেন, নাটকটি বয়সের সঙ্গে ভালবাসার বিভিন্ন রূপ নিয়ে লেখা হয়েছে। বয়সের সঙ্গে ভালবাসার রূপ কিভাবে বদলায় সেটি আসলে তুলে ধরা হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালভাবে কাজ করার। বাকিটুকু দর্শকদের ওপর। আশা করছি তারা নাটকটি পছন্দ করবেন। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, ভালবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে দুটি প্যারালাল গল্প দেখানো হয়েছে। দুটি গল্পেই নিশো এবং মেহেজাবিন কাজ করেছেন। একটি গল্প পঞ্চাশ উর্ধ দুজন স্বামী-স্ত্রীকে ঘিরে যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তাদের ভালবাসা, একে অপরের প্রতি টান ও সম্পর্কের দৃঢ়তা দেখানো হয়েছে। অপরদিকে আরেকটি গল্পে বিপরীতভাবে তরুণ বয়সের ভালবাসা দেখানো হয়েছে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মান-অভিমান, ঝগড়া-ঝাটি ও বিচ্ছেদ লেগেই থাকে। আশা করছি এই গল্পের নাটকটি প্রচারে এলে দর্শক পছন্দ করবে। নাটকটিতে প্রধান সহকারী পরিচালক শাব্দিক শাহীন ও ডিওপি হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ। আসছে ভালবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে ‘এই শহরে ভালবাসা নেই’ নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা মহিদুল ম?হিম।
×