ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের ভোটের খবর

প্রকাশিত: ০৪:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৮

  বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের ভোটের খবর

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের গণমাধ্যমের মতোই বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন গুরুত্বপূর্ণ খবর হয়ে ঠাঁই পেয়েছে। এসব গণমাধ্যমে দেশের অধিকাংশ এলাকায় সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলেও কিছু সংঘর্ষের ঘটনার খবর এসেছে। বিদেশী সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিবিসি, আল জাজিরা, চ্যানেল নিউজ এশিয়া, দ্য ন্যাশনাল, দ্য গার্ডিয়ানসহ মূল ধারার গণমাধ্যমগুলোতে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। প্রতি মুহূর্তের বিশেষ আপডেটসহ খবর প্রকাশ করছে ভারতের এনডিটিভি, জিনিউজ, আনন্দবাজারসহ আরও ভারতীয় গণমাধ্যম। এছাড়া বিবিসি বাংলাও নির্বাচনের নানা ইস্যু ও ঘটনা নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে ধারাবাহিকভাবে। আনন্দবাজার তাদের অনলাইন ভার্সনে লিখেছে, বাংলাদেশের ভোটগ্রহণে বিভিন্ন জায়গায় সংঘর্ষে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বুথ দখলের চেষ্টা, পাল্টা বাধা দেয়ার অভিযোগ ঘিরে দিনভর সরগরম গোটা বাংলাদেশ। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষ, বোমাবাজি, গুলি চালানোর খবরও পাওয়া গিয়েছে। ভোট সংক্রান্ত হিংসায় আহত হয়েছেন শতাধিক। বিরোধী বিএনপি-জামায়াত জোটের অভিযোগ, বহু বুথে দলীয় এজেন্টকে মারধর করে হুমকি দিয়ে বাইরে বের করে দেয়া হয়েছে। অন্যদিকে বিরোধীরা সন্ত্রাস করে ভোটকে অশান্ত করার চেষ্টা করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছে শাসক দল। বিবিসির এশিয়া পেজের শীর্ষে থাকা বাংলাদেশের নির্বাচন নিয়ে করা সংবাদের শিরোনামে লেখা হয়েছে- ‘বাংলাদেশ নির্বাচন : ভোটে মারাত্মক সংঘর্ষের রূপ’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে একদম টপে জায়গা পায় নির্বাচনের খবর। আল জাজিরার দেয়া শিরোনামে লেখা হয়- ‘বাংলাদেশ নির্বাচন : সহিংসতা-ঝুঁকির মধ্যে ভোটগ্রহণ চলছে’। এছাড়াও সহিংসতার দিক উল্লেখ করে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়ার শিরোনামে লেখা হয়- ‘নির্বাচনে ব্যাপক সহিংসতা, ভোট প্রয়োগের হার কম’।
×