ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেডেক্সের নির্বাহী পদে ভারতীয় বংশোদ্ভূত

প্রকাশিত: ০৪:৫৫, ৩১ ডিসেম্বর ২০১৮

 ফেডেক্সের নির্বাহী পদে ভারতীয় বংশোদ্ভূত

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন বহুজাতিক সংস্থাগুলোর কয়েকটিতে শীর্ষ পদে বসছেন ভারতীয় বংশোদ্ভূত। সেই তালিকায় এ বার নতুন নাম ইন্দো-আমেরিকান রাজেশ সুব্রহ্মণ্যম। মার্কিন বহুজাতিক ক্যুরিয়র সংস্থা ‘ফেডেক্স এক্সপ্রেস’-এর চিফ একজিকিউটিভ অফিসার বা সিইও পদে নিযুক্ত হলেন তিনি। গত ২৭ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কেরলে তিরু অনন্তপুরমের রাজেশ আইআইটি বম্বে থেকে স্নাতক হন। এরপর সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাস করেন তিনি। তারপর অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে মার্কেটিংয়ে এমবিএ হন তিনি। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল হংকংয়ে ‘মেমফিস’ সংস্থায়। তারপর ফেডেক্স এক্সপ্রেসের কানাডা শাখার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন তিনি। ২০১৩ সালে তিনি ফেডেক্স সার্ভিসেসের মার্কেটিং প্রধান ও ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এবার ফেডেক্স একপ্রেসের কর্ণাধার হলেন তিনি। ফেডেক্সের চিফ অপারেটিং অফিসার ডেভিড ব্রোনচেক জানিয়েছেন, রাজের বিশ্বব্যাপী দৃষ্টি ও অভিজ্ঞতা বৃহদ সংস্থার নেতৃত্বদানে সাহায্য করবে।
×