ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্পিনিং ব্যবসা নানা সমস্যায় জর্জরিত

প্রকাশিত: ০৪:৫২, ৩১ ডিসেম্বর ২০১৮

  স্পিনিং ব্যবসা নানা সমস্যায় জর্জরিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমানে স্পিনিং ব্যবসা সমস্যার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন মালেক স্পিনিংয়ের চেয়ারম্যান এ এফ এম জুবায়ের। তিনি বলেন, বর্তমানে বিশ্বের অনেক দেশ সুতা উৎপাদন করছে। তার মধ্যে ভারত রয়েছে। এছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে যেসব দেশ থেকে বাংলাদেশীরা সুতা আমদানি করেন তাদের কোন ডিউটি বা শুল্ক দিতে হয় না। কারণ সব সুতা আমদানি হয় বন্ডের মাধ্যমে। এসব কারণে স্পিনিং ব্যবসা এখন সমস্যার মধ্যে রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর স্পেকট্রা কমিউনিটি সেন্টারে কোম্পানির ২৯তম বর্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এএফএম জুবায়ের বলেন, এছাড়াও আমাদের কোম্পানির মেশিনগুলো পুরনো হয়ে যাওয়া এবং কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের উৎপাদন কিছুটা কমে গেছে। এ বছর আমরা কিছু নতুন মেশিন যুক্ত করেছি। এ বছর থেকে উৎপাদন আগের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোম্পানিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য আমাদের প্রচেষ্টা চলছে। তবে কিছু সমস্যা আছে, এর জন্য শেয়ারহোল্ডারদের সহযোগিতা কামনা করেছেন চেয়ারম্যান। ৩০ জুন ২০১৮, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি মোট আয় (কর পরিশোধের পর) দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ২৯ হাজার টাকা। কিন্তু আগের বছর এর পরিমাণ ছিল ১১ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে ১৬ পয়সা। সভায় মালেক স্পিনিং মিলস লিমিটেড ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এএফএম জুবায়ের। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আঃ মতিন চৌধুরী, পরিচালক আজিজুর রহিম চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা বি. কে. চাকি, কোম্পানি সচিব সায়েদ সাইফুল হক প্রমুখ।
×