ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলতি বছরে আইপিও অনুমোদন বেড়েছে

প্রকাশিত: ০৪:৫২, ৩১ ডিসেম্বর ২০১৮

 চলতি বছরে আইপিও অনুমোদন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী বছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৬০১ কোটি টাকা উত্তোলন করেছে ১৪ কোম্পানি। যা গতবছরের চেয়ে প্রায় দ্বিগুণ। আইপিওর অনুমোদনের পাশাপাশি তালিকাভুক্তির সংখ্যাও বেড়েছে বছরটিতে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ২০১৮ সালে একটি মিউচুয়াল ফান্ডসহ মোট ১৪টি কোম্পানিকে আইপিও’র অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন (বিএসইসি)। যা টাকার অংকে ৬০১ কোটি টাকার মূলধন। গতবছর ও এবার অনুমোদন পাওয়া এ ধরনের ১২টি কোম্পানিই বাজারে তালিভুক্তও হয়েছে। এগুলো বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ২১২ কোটি টাকা উত্তোলন করেছে। আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে দু’টি কোম্পানি ২৩৩ কোটি ১২ লাখ টাকা সংগ্রহ করে। বাকি কোম্পানিগুলো অভিহিত মূল্যে বাজার থেকে টাকা সংগ্রহ করে। এর আগে ২০১৭ সালে দু’টি মিউচুয়াল ফান্ডসহ মোট আটটি কোম্পানি আইপিও’র মাধ্যমে বাজার থেকে ২৪৯ কোটি ২১ লাখ টাকার মূলধন সংগ্রহের অনুমোদন পায়। আর সেই সময়ে ১০টি কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৩৫ কোটি সংগ্রহ করে তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও ২০১৮ সালে ২টি কোম্পানি ১০ কোটি ৯৪ লাখ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৬৮ কোটি ৫২ লাখ টাকা মূলধন সংগ্রহ করে। যা আগের বছর ৪টি কোম্পানি ৮৬ কোটি ৮০ লাখ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করেছিল ১১১৪ কোটি ২ লাখ কোটি টাকা। এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম বাবদ মূলধন উত্তোলনের পরিমাণ ছিল ২৪৬ কোটি ২ লাখ টাকা।
×