ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ভোটকেন্দ্রে নারী ভোটারদের সরব উপস্থিতি

প্রকাশিত: ০৪:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৮

  বরিশালে ভোটকেন্দ্রে  নারী ভোটারদের  সরব উপস্থিতি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বরিশালের ছয়টি আসনের ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। যদিও এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ঝামেলা এড়াতে কুয়াশা কেটে শীত কমে যাওয়ার পরপরই নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। আর নারীরা সকাল সকাল ভোট দেয়াটা স্বস্তির বলে মনে করছেন। বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা রুপালী রানী দাস জানান, ভোট দেয়া নাগরিক দায়িত্ব তাই সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে এসেছি। নতুন ভোটার শারমিন আক্তার বলেন, বেশ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছি। সঙ্গে মাও রয়েছে। নিজের ভোট নিজের ইচ্ছেমতোই প্রার্থীকে দিয়েছি। এদিকে নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। টহল কার্যক্রম ছাড়াও কেন্দ্র ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল। বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হয়েছে। শীতের সকাল থেকে এ আসনের ভোট কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ও নতুন ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল সাড়ে নয়টায় এ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ আগৈলঝাড়া উপজেলার সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করেছেন। শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন। সাধারণ ভোটার ও নতুন ভোটাররা জানিয়েছেন, কোন রকম ভয়ভীতি কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন।
×