ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরাজয়ের লজ্জা ঢাকতেই ভোট বর্জন ॥ ২বিএনপি নেতার মন্তব্য

প্রকাশিত: ০৪:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৮

 পরাজয়ের লজ্জা ঢাকতেই  ভোট বর্জন ॥ ২বিএনপি  নেতার মন্তব্য

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রবিবার ভোটগ্রহণের দিন দুপুরে নীলফামারীর দুইটি আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নির্বাচন বর্জন করে। এই বর্জনের ঘটনায় স্থানীয় দুই বিএনপি নেতা মন্তব্য করে বলে জামায়াত নেতারা তাদের পরাজয়ের লজ্জা ঢাকতেই ভোটগ্রহণ শুরুর ৫ ঘণ্টা পর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছে। যা মেনে নেয়া যায় না। ওটা ওদের শতভাগ পরাজয়। রবিবার দুপুর ১টার দিকে নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াতের কেন্দ্রীয় শূরাসদস্য আজিজুল ইসলাম সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। জামায়াত প্রার্থী ভোট বর্জনের বিষয়ে নীলফামারী সদর উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় আমি দশম শ্রেণীর ছাত্র ছিলাম। আমার এই জীবনে এর আগে এমন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ দেখিনি। আমি নিজেও বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে এসেছি। নিজ চোখে দেখেছি ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপচে পড়া ভিড়। তারা উৎসবের মধ্য দিয়ে ভোট প্রদান করে বাড়ি ফিরেছে। কোন ভোটার ভোট প্রদানে বাধা পেয়েছে এমন অভিযোগ করেনি। তিনি বলেন, নীলফামারী সদর আসনটিতে নাকি জামায়াতের দেড় লাখ ভোট ব্যাংক রয়েছে। তাহলে ওই ভোটগুলো কই গেল। এমন মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন নিয়ে এখন জামায়াতের প্রার্থী তার পরাজয় বুঝতে পেরে লজ্জা ঢাকতে ভোটের দিন ভোট শুরুর ৫ ঘণ্টা পর নির্বাচন বর্জন করে পরাজয়ের লজ্জা ও গ্লানি ঢাকার চেষ্টা করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন আরে বর্জন যদি করবেনই তাহলে ভোটের আগের দিন করলেন না কেন। অপরদিকে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জলঢাকা পৌর বিএনপির সভাপতি আবু সাঈদ চৌধুরী ডিডু চৌধুরী বলেন, জামায়াতের নাকী জলঢাকায় ভোটব্যাংক রয়েছে। তারা নাকি এবার বিজয় ছিনিয়ে আনবে। এমন মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন নেয়। আমি এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ধানের শীষ পেল জামায়াত। তিনি এলাকার সাধারণ ভোটাররা জামায়াতের দিক হতে মুখ ফিরিয়ে নিয়েছে এটা কি তারা (জামায়াত) বুঝতে পারেনি প্রশ্ন তুলে ডিডু চৌধুরী বলে কি আর বলব এরাই (জামায়াত) বিএনপিকে ডুবাল। তিনিও প্রশ্ন করে বলেন বর্জন যদি করবেই তাহলে ভোটের আগের দিনেই করতে পারত। তিনি জানান আমি যে টুকু জেনেছি জলঢাকায় শান্তি ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নীলফামারী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন। সেটি কর্তব্যরত সাংবাদিকসহ সকল মানুষ দেখেছেন। নৌকার গণজোয়ার দেখে ভয়ে ভীত হয়ে নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুজ্জামান মন্টু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, এটি তাদের নৈতিক পরাজয়। একই কথা জানালেন নীলফামারী-৩ আসনের মহাজোটের লাঙ্গল প্রার্থী মেজর (অব) রানা মোঃ সোহেল। তিনি বলেন, এলাকার সাধারণ ভোটাররা দল বেঁধে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করেছে। জামায়াত শিবির কেন্দ্র দখল করে জোরপূর্বক ভোট নিতে ব্যর্থ হয়ে পরাজয় নিশ্চিত জেনে জামায়াত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়ে এলাকাবাসীর কাছে হাস্যরসের সৃষ্টি করেছে।
×