ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবাধে ভোট দিয়ে খুশি শতায়ু তহিমুদ্দিন

প্রকাশিত: ০৪:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৮

 অবাধে ভোট দিয়ে খুশি শতায়ু  তহিমুদ্দিন

নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান,বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মালশন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবাধে ভোট দিতে পেরে বেজায় খুশি শতায়ু তহিমুদ্দিন। পৌরসভা এলাকার সাহেবপাড়া মহল্লায় রেলওয়ের জমিতে বস্তিঘড় তৈরি করে বসবাস করেন তহিমুদ্দিন। তার বর্তমান বয়স ১১৫ বছর বলে দাবি করেন বয়সের ভারে ন্যুব্জ তহিমুদ্দিন। তিনি বলেন ভিক্ষা করতে ৮৫ বছর বয়সে সান্তাহার আসেন। কিছুদিন প্লাটফর্মে বসবাস করেন। তারপর থেকে বসবাস করছেন সাহেবপাড়ায়। আদি বাড়ি নিলফামারী জেলার চিলাহাটিতে। রবিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে একজনের সাহায্যে ভোট দিয়ে বের হয়ে আসার পর এই প্রতিনিধির কথা হয় তার সঙ্গে। কাকে ভোট দিলেন মুরব্বি প্রশ্ন করলে তিনি অকপটে বলেন, ‘মুই শ্যাখের বেটির নোক (শেখ হাসিনা মনোনীত মহাজোটের শরিক জাতীয় পার্টি) এর লাঙ্গল মার্কায় দিচি বাহে’। কেউ কোন বাধা দিয়েছে কি-না জানতে চাইলে বলেন ‘না বাহে মোক তো একজনা সাহায্য করিল ভোট দিবার নাগি (একজন তাকে বুথে নিয়ে গিয়ে ভোট দিতে সহযোগিতা করেছে)’। বয়স কত হয়েছে জানতে চাইলে ১১৫ বছর বলে জানান। জন্মের সাল কত জানতে চাইলে, বেশ দৃঢ়ভাবে বলেন ‘মুই হইছি ১৯০৩ সালত (আমার জন্ম সাল ১৯০৩)’।
×