ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ধানের শীষের দুই প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিত: ২০:৪৫, ৩০ ডিসেম্বর ২০১৮

নীলফামারীতে ধানের শীষের দুই প্রার্থীর নির্বাচন বর্জন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর দুইটি আসনের ধানের শীষের দুইজন প্রার্থী নির্বাচন বর্জন করেছে। এরা হলো নীলফামারী ২ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা আমিরের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু ও নীলফামারী ৩ (জলঢাকা) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য আজিজুল ইসলাম। আজ রবিবার একাদশ সংসদ নির্বাচনের ভোট চলাকালিন দুপুর ১টায় সংবাদ সম্মেলনে ওই দুই প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। জেলা সদরের সৈয়দপুর সড়কে নিজ বাসভবন জামান ভিলায় মনিরুজ্জামান মন্টু ও জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা ধুমপাড়ার বাসভবনে আজিজুল ইসলাম সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে নীলফামারী ২ আসনে মনিরুজ্জামান মন্টুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ও নীলফামারী ৩ আসনে আজিজুল ইসলামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহাজোটের লাঙ্গল প্রতীকের মেজর(অবঃ ) রানা মোঃ সোহেল।
×