ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ১৯:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৮

দিনাজপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। জেলার ১৩টি উপজেলা থেকে ৬টি আসনের ৭শ’ ৯১টি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারে জেলার ৬টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের ৩৩ প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। আর ভোটার রয়েছেন ২২ লাখ ৬ হাজার ৪শ’ ৪০ জন। দিনাজপুর জেলার মোট ৭শ’ ৯১ কেন্দ্রের মধ্যে ৬শ’ ৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য জেলার ৬টি আসনে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোতে ১১ হাজার ২শ’ ৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে ও টহল দায়িত্ব পালন করছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ২ জন অস্ত্রধারী ও ৮ জন লাঠিয়াল মিলে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া টহল দিচ্ছে বিজিবির ১ হাজার ২শ’ ৩০ জন সদস্য, র্যা ব ১শ’ ১২ সদস্য, সেনা বাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭শ’ ৫১ জন সদস্য দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ভোটের দিনে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্র এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন।
×