ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেলবোর্নে ভারতের ঐতিহাসিক জয়

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ ডিসেম্বর ২০১৮

মেলবোর্নে ভারতের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক ॥ অ্যালান বর্ডার এবং জেফ থমসন হয়ে উঠতে পারলেন না নেথান লায়ন ও প্যাট কামিন্স। ১৯৮২-র সেই বক্সিং ডে টেস্ট ম্যাচে জেতার জন্য ২৯২ রান তাড়া করে শেষ উইকেটে অ্যালান বর্ডার এবং জেফ থমসনের জুটি ৭০ রান যোগ করে ফেলেছিলেন। যদিও সে বারও শেষ রক্ষা হয়নি। আর এ বার মেলবোর্নেও হল না। এমনকি এ দিন মেলবোর্নে বৃষ্টিও বাঁচাতে পারল না টিম পেনদের। প্রত্যাশা মতোই মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিলেন কোহলিরা। টেস্ট ম্যাচ জেতার জন্য ভারতের দরকার ছিল দুই উইকেট। যদিও বৃষ্টির জন্য এ দিন বেশ খানিকটা দেরিতে খেলা শুরু হয়। প্রথম দিকে বৃষ্টির জন্য খেলা হওয়া নিয়ে আশঙ্কাও তৈরি হচ্ছিল। তবে পঞ্চম দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনদের শেষ দুই উইকেট তুলে নেয় ভারত। এ দিনের জয়ের ফলে ২-১ হল সিরিজ। এর পর দেখা হবে সিডনিতে। এখানে জিতলে ইতিহাসের হাতছানি কোহলির দলের সামনে। স্বাধীনতার সময় থেকে অস্ট্রেলিয়া সফর করছে ভারত। আজ পর্যন্ত কোনও অধিনায়ক এ দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেননি। কামিন্স যতই দাঁতে দাঁত চেপে লড়াই করুন, যতই বর্ডার-মাইকেল হাসিরা মনে করুন অস্ট্রেলীয় ক্রিকেট নতুন এক অলরাউন্ডারকে আবিষ্কার করেছে, বর্ডার-গাভাস্কার ট্রফির উপরে একটা হাত মনে হচ্ছে রেখেই ফেললেন কোহলি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×