ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেনার চেষ্টার অভিযোগে আটক ১০

প্রকাশিত: ০৭:৩২, ৩০ ডিসেম্বর ২০১৮

 ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেনার চেষ্টার অভিযোগে আটক ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ পুলিশের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ভোট কেনার চেষ্টার অভিযোগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সেলিম উদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ভোট কেনার অভিযোগ পাই। খবর পেয়ে পৌর এলাকার ভাদুঘর উত্তর পাড়ায় অভিযান চালানো হয়। তখন নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ ১০ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আটককৃতরা হলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ মূছা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি কর্মী আবদু মিয়া, আশরাফুুল মাখলুকাত, মোসলেম উদ্দিন, তোফাজ্জল হক রাজু, মজিবুল হক, ফেরদৌস মিয়া ও আনোয়ার হোসেন।
×