ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রাত থেকে ভোট কেটে ব্যালট বাক্সে ভরা হচ্ছে’

প্রকাশিত: ০৭:৩১, ৩০ ডিসেম্বর ২০১৮

‘রাত থেকে ভোট কেটে ব্যালট বাক্সে ভরা হচ্ছে’

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, শনিবার রাত থেকেই ভোট কেটে ব্যালট বাক্সে ভরা হচ্ছে। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা খবর পেয়েছি, কিছু কেন্দ্রে রাত থেকেই ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। বিশেষ করে ঢাকা ৯ ও ১৪ আসনে কয়েকটি কেন্দ্রে ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। সেখানকার জনগণের কাছে আমাদের অনুরোধ এ অপকর্ম বন্ধে আমাদের সহযোগিতা করুন। একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করুন। যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। জনগণের অধিকার ফিরে আসবে, সেই নির্বাচনে সহযোগিতা করুন।’ এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সঙ্গেও দলের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। নজরুল বলেন, নির্বাচনের দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দুটি কন্ট্রোল রুম থাকবে। সকাল থেকে বিকেল পর্যন্ত নয়াপল্টনে এবং বিকেল থেকে রাত পর্যন্ত গুলশানে নির্বাচনের তথ্য জানানো হবে।
×