ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২৫, ৩০ ডিসেম্বর ২০১৮

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন) সহকারি শিক্ষক দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আদমদীঘি, বগুড়া। চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী ১। চার প্রক্রিয়াগুলো কি কি? উত্তর : যোগ, বিয়োগ, গুন ও ভাগ। ২। কোন বন্ধনীর কাজ আগে করতে হয়? উত্তর :প্রথম বন্ধনীর। ৩। শেষে কোন বন্ধনীর কাজ করতে হয়? উত্তর : তৃতীয় বন্ধনীর। ৪। ২ ডজন কলার দাম ৪৮০ টাকা হলে ১ টি কলার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ কোনটি? উত্তর : ৪৮০ (১২ঢ২)। ৫। সরল অঙ্কে বন্ধনীর আগে যেখানে কোন চিহ্ন থাকে না সেখানে কোন চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর : ঢ (ক্রস চিহ্ন) ৬। ৪+২(১৮-১৩) এর মান কত? উত্তর: ১৪। ৭। একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে সংখ্যাটি কত? উত্তর: ১০। ৮। বন্ধনীযুক্ত গাণিতিক বাক্যে কোনটির কাজ আগে করতে হয়? উত্তর : বন্ধনীর ভিতরের। ৯। পিতার বয়স পূত্রের বয়সের চারগুণ। পূত্রের বয়স ১২ বছর হলে পিতার বয়স কত? উত্তর : ৪৮ বছর। ১০। ৫-(৫৫+১০) ১৩ এর সরল মান কত? উত্তর : ০। ১১। ঐকিক নিয়ম কাকে বলে? উত্তর : প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। ১২। ৬ টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টি পেনসিলের দাম কত? উত্তর : ৪ টাকা। ১৩। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর।পিতার বয়স কন্যার বয়সের চারগুণ। তাদের প্রত্যেকের বয়স কত? উত্তর : কন্যার বয়স ১৬ বছর ও পিতার বয়স ৬৪ বছর। ১৪। ৮টি ডিমের দাম ৭২ টাকা।এরূপ ১৫ টি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন ? উত্তর : ১৩৫ টাকা। ১৫। একটি সংখ্যার ৪ গুন ২৫৬ হলে সংখ্যাটি কত? উ: ৬৪। ১৬। ৪ টি কলমের মূল্য ৮০ টাকা।১০টি কলমের মূল্য কত? উত্তর : ২০০ টাকা। ১৭। মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাটে। আধা ঘন্টায় সে কত মিটার হাটতে পারবে? উত্তর: ১৫০০ মিটার। ১৮। বিয়োজন ১০০০০০ এবং বিয়োজ্য ৯৯৯৯৯ হলে বিয়োগফল কত? উত্তর : ১।
×