ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা নিয়ে জনদুর্ভোগ এড়াতে ভোট দেবেন না রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৭:১৫, ৩০ ডিসেম্বর ২০১৮

 নিরাপত্তা নিয়ে  জনদুর্ভোগ  এড়াতে ভোট  দেবেন না  রাষ্ট্রপতি

বিডিনিউজ ॥ নিজের নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটারদের ভোগান্তি এড়াতে ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। জনদুর্ভোগ এড়াতে দশম সংসদ নির্বাচনেও ভোট দেননি তিনি। এবারও রাষ্ট্রপতির কার্যালয়ে যোগাযোগ করলে একই কথা জানা যায়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি মিঠামইনের ভোটার। কিন্তু তিনি ভোট দিতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে যে আয়োজন করা হয়, তা ওই এলাকার বা কেন্দ্রের ভোটারদের ভোগান্তির কারণ হতে পারে। এ কারণেই তিনি ভোট দিতে যাবেন না।’ শেখ হাসিনা সকালেই রাজধানীর ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। বরাবরের মতো এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন জন্মস্থান গোপালগঞ্জে। স্পীকার শিরীন শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জের ৯ নম্বর ইউনিয়নের ভোটার। তিনি সেখানে লালদীঘি উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। তিনি প্রার্থী হয়েছেন সেখানে। দণ্ড নিয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এবার ভোট দেয়া হচ্ছে না। প্রার্থী হতে না পারলেও কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ ছিল তার। এজন্য ভোটের আগেই পোস্টাল ব্যালট চেয়ে আবেদন করতে হয়। কিন্তু ভোটের আগের দিন শনিবার ইসিতে খবর নিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার জন্য কোন পোস্টাল ব্যালট চাওয়ার তথ্য নেই ইসিতে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপিকে সঙ্গে নিয়ে জোট গড়ে ভোটের লড়াইয়ে নামা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ভোট দেবেন বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে।
×