ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলির পর কুসলের এক হাজার

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ ডিসেম্বর ২০১৮

কোহলির পর কুসলের এক হাজার

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত অধিনায়ক বিরাট কোহলির পর চলতি বছর টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান পূর্ণ করলেন শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটকিপার কুসল মেন্ডিস। ক্রাইস্টচার্চে ‘বক্সিং ডে টেস্টে’ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬৭ রানের ইনিংস দিয়ে ২০১৮ সালের শেষ মুহূর্তে এই মাইলফলকে পা রাখেন তিনি। চলতি বছর ১২ ম্যাচের ২৩ ইনিংসে ৪৬.৫০ গড়ে মেন্ডিসের মোট রান ১০২৩। এমন অর্জনে আনন্দিত মেন্ডিস গণমাধ্যমে বলেছেন, ‘২৩ বছর বয়সে এ মাইলফলক স্পর্শ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটা আমার ক্যারিয়ারের বিশেষ কিছু। বছরের শুরুতে একটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম। তবে এক হাজার রান করতে পেয়ে আমি ভীষণ খুশি।’ মেন্ডিসের আগে চলতি বছর সাদা পোশাকে এই মাইলফলক স্পর্শ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৩ ম্যাচের ২৪ ইনিংসে ৫৫.৮ গড়ে তার মোট রান ১৩২২। এক ক্যালেন্ডার ইয়ারে রান সংগ্রহের তালিকায় কোহলিই শীর্ষে। মাঠ ও মাঠের বাইরে লঙ্কান ক্রিকেটে সময়টা ভাল যাচ্ছে না। তবে কুসল সেখানে ব্যতিক্রম। যে কোন পরিস্থতিতে দলের হয়ে ব্যাট হাতে লড়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী। দুই বছরের ক্যারিয়ারে ৩৪ টেস্টে করেছেন ২৪৬৪ রান। গড় ৩৮। সেঞ্চুরি ৬ ও হাফ সেঞ্চুরি ৮টি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বো টেস্টে ২৭ ও ৮৬’র পর নিউজিল্যান্ডে কঠিন কন্ডিশনে চলতি সিরিজে খেলেছেন ২, ১৪১*, ১৫ ও ৬৭ রানের ইনিংস। দেশের হয়ে এভাবেই খেলতে চান তিনি।
×