ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ব্যান’ শেষেই বড় পরিসরে ব্যানক্রফট

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৮

‘ব্যান’ শেষেই বড় পরিসরে ব্যানক্রফট

স্পোর্টস রিপোর্টার ॥ বড় পরিসরের সবধরনের ক্রিকেট থেকে ৯ মাসের জন্য বাইরে ছিলেন। গত মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে সিরিশ কাগজে ঘষে বলের আকৃতি বিকৃত করেছিলেন। তাই অস্ট্রেলিয়ার তরুণ উদীয়মান ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে এই ‘ব্যান’ করা হয়েছিল। শনিবারই মেয়াদ শেষ, আজ থেকে ‘ব্যান’ উঠে গেছে- ব্যানক্রফট এখন যে কোন পর্যায়ের ক্রিকেট খেলার জন্য মুক্ত। ‘ব্যান’ উঠে যেতেই তিনি বিশ্বের অন্যতম আকর্ষণীয় টি২০ ক্রিকেট আসর অস্ট্রেলিয়ার বিগব্যাশ টি২০ ক্রিকেট লীগে খেলবেন পার্থ স্করচার্সের হয়ে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথমদিনেই আজ হোবার্ট হারিকেন্সের বিপক্ষে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের খেলা প্রায় নিশ্চিত। মাত্র কয়েকদিন আগেই ব্যানক্রফট তার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার শেষ পর্যায়ে এসে সংবাদ সম্মেলনে সত্য বচন দিয়েছেন। তিনি দাবি করেন, সে সময় সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের পরামর্শেই বল টেম্পারিং করেছিলেন। তরুণ এক তারকা হিসেবে দলে নিজের গুরুত্ব বাড়াতেই সে আহ্বানে সাড়া দিয়েছিলেন বলে অভিযোগ করেন। শনিবার ২৬ বছর বয়সী ব্যানক্রফটের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আর আজই তিনি বড় পরিসরের ক্রিকেট প্রতিযোগিতায় নেমে পড়ছেন। পার্থ স্করচার্সে তিনি সতীর্থ হিসেবে পাবেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত শন মার্শকে যে দলের নেতৃত্বে আছেন আবার মিচেল মার্শ। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে আসা-যাওয়ার মধ্যে থাকা নাথান কুল্টার নিল, এ্যান্ড্রু টাই, মাইকেল ক্লিঞ্জার, ঝাই রিচার্ডসন, এ্যাস্টন এ্যাগার, হিল্টন কার্টরাইট, জ্যাসন বেহরেনডর্ফ ও ডেভিড উইলিদের মতো প্রায় সমবয়সী তরুণরা। আর ব্যাটক্রফটের প্রথম বিগব্যাশ ম্যাচেই প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্সে আছেন বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন, ডি’আর্চি শর্ট এবং সাবেক তিন জাতীয় ক্রিকেটার জর্জ বেইলি, জেমস ফকনার ও ম্যাথু ওয়েড ছাড়াও উদীয়মান টাইমাল মিলস। তাই ফেরার পরেই আন্তর্জাতিক একটা আবহই পাবেন ব্যানক্রফট। এ ম্যাচ নিয়ে দারুণ উত্তেজনায় থাকা ব্যানক্রফট বলেছেন, ‘গত ৯ মাস কি একটা সময়ই না পার করলাম। যে জায়গাতে এখন আছি সেটা নিয়ে খুবই কৃতজ্ঞ এবং ব্যক্তি হিসেবে অনেক ভালভাবে গড়ে উঠেছি।’ স্করচার্সের কোচ এডাম ভোগস অবশ্য ব্যানক্রফটকে নিয়ে অন্য কোন চিন্তাই মাথাতে আনছেন না। তিনি আশা করছেন অযাচিত ঘটনাটি থেকে খুব দ্রুতই উত্তরণ করবেন এ তরুণ। উল্লেখ্য, ইতোমধ্যে ৩ ম্যাচ খেলে মাত্র ১ জয় ও ২ পরাজয় দেখা স্করচার্স নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে নামবে আজ।
×