ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে হার দেখছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ ডিসেম্বর ২০১৮

ক্রাইস্টচার্চে হার দেখছে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ৬৬০। টেস্ট ক্রিকেটে সাড়ে ৬ শ’ তো দূরের কথা সাড়ে ৪ শ’ রান করেও জয়ের নজির নেই। রেকর্ডটা ৪১৮/৭, ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জোন্সে, ২০০৩ সালে। সুতরাং বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে ক্রাইস্টচার্চে ২৩১ রান তুলতে ৬ উইকেট হারানো লঙ্কানরা হারের প্রহর গুনছে। প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে গুটিয়ে যাওয়া সফরকারীদের ৪ উইকেট হাতে নিয়ে শেষ দিনে চাই আরও ৪২৯ রান। দিলরুয়ান পেরেরা ২২ ও সুরাঙ্গা লাকমল ১৬ রান নিয়ে ক্রিজে আছেন। নিউজিল্যান্ড ১৭৮ ও ৫৮৫/৪ ডিক্লেয়ার। ‘বক্সিং ডে টেস্ট’ ও সিরিজ জয়ের জন্য শেষদিনে আজ কিউইদের চাই আর ৪ উইকেট। উল্লেখ্য, এ্যাঞ্জেলো ম্যাথুস ও কুসল মেন্ডিসের বীরত্বপূর্ণ সেঞ্চুরি আর বৃষ্টির বদৌলতে প্রথম টেস্ট ড্র হয়েছিল। হ্যাগলি ওভালে শুক্রবার ২ উইকেটে ২৪ রান নিয়ে চতুর্থদিন শুরু করা শ্রীলঙ্কা এগিয়ে যায় চান্দিমাল ও মেন্ডিসের শতরানের জুটিতে। সাবধানী ব্যাটিংয়ে দুই ডানহাতি ব্যাটসম্যান ৫৩ ওভারে গড়েন ১১৭ রানের জুটি। ১০ চারে ১৪৭ বলে ৬৭ রান করা ইনফর্ম মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান প্রতিরোধ ভাঙ্গেন পেসার নিল ওয়াগনার। ছন্দে থাকা ম্যাথুস চোট পেয়ে মাঠ ছাড়লে বড় একটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাটি কামড়ে পড়ে থাকা চান্দিমালকেও বিদায় করেন ওয়াগনার। ২২৮ বলে ৫ চারে ৫৬ রান করা লঙ্কান অধিনায়ক শর্ট বলে ধরা পড়েন হেনরি নিকলসের হাতে। গতিময় পেসার ওয়াগনারের তৃতীয় শিকার ৭৩ বলে ১৮ রান করা রোশেন সিলভা। কিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলাকে ফেরান টিম সাউদি। দিনের বাকি সময়টা লাকমলকে নিয়ে কাটিয়ে দেন পেরেরা। কিউইদের হয়ে ৪৭ রানে ৩ উইকেট নেন ওয়াগনার। সাউদি ২ উইকেট নেন ৬১ রানে। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ১৭৮/১০ (৫০ ওভার; র‌্যাভাল ৬, লাথাম ১০, উইলিয়ামসন ২, টেইলর ২৭, নিকোলস ১, ওয়াটলিং ৪৬, ডি গ্র্যান্ডহোম ১, সাউদি ৬৮, ওয়েগনার ০, প্যাটেল ২, বোল্ট ১*; লাকমল ৫/৫৪, কুমারা ৩/৪৯, পেরেরা ১/১৩) ও দ্বিতীয় ইনিংস ॥ ৫৮৫/৪ ডিক্লেঃ (১৫৩ ওভার; রাভাল ৭৪, উইলিয়ামসন ৪৮, লাথাম ১৭৬, টেইলর ৪০, নিকোলস ১৬২*, ডি গ্র্যান্ডহোম ৭১*; লাকমল ০/৯৬, কুমারা ২/১৩৪, চামিরা ১/১৪৭, পেরেরা ১/১৪৯, গুনাথিলাকা ০/৪৫, করুনারতেœ ০/৬)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ১০৪/১০ (৪১ ওভার; ম্যাথুস ৩৩*, সিলভা ২১, ডিকভেলা ৪, পেরেরা ০, লাকমল ০, চামিরা ০, কুমারা ০; বোল্ট ৬/৩০, সাউদি ৩/৩৫, ডি গ্র্যান্ডহোম ১/১৯, ওয়াগনার ০/১০) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৩১/৬ (১০৪ ওভার; গুনাথিলাকা ৪, করুনারত্নে ০, চান্দিমাল ৫৬, মেন্ডিস ৬৭, ম্যাথিউস আহত অবসর ২২, সিলভা ১৮, ডিকভেলা ১৯, পেরেরা ২২*, লাকমল ১৬*; বোল্ট ১/৭৩, সাউদি ২/৬১, ডি গ্র্যান্ডহোম ০/২৩, ওয়াগনার ৩/৪৭, প্যাটেল ০/২১)। ** চতুর্থদিন শেষে
×