ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০১৮ দেশের হকি

সাফল্যের উল্টোপিঠেই ছিল বিশৃঙ্খলা-কলঙ্ক!

প্রকাশিত: ০৬:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৮

সাফল্যের উল্টোপিঠেই ছিল বিশৃঙ্খলা-কলঙ্ক!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে প্রচলিত যে কটি খেলা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা ও বিশৃঙ্খলা হয় হকিতে। যে ক’টি ক্রীড়া ফেডারেশন আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি রাজনীতি ও কূটনীতি হয়ে থাকে হকি ফেডারেশনেই। ২০১৮ সালে কেমন ছিল বাংলাদেশের হকি? এবার এশিয়ান গেমস হকিতে প্রত্যাশা-পরিকল্পনা মোতাবেকই ষষ্ঠ স্থান অধিকার করে বাংলাদেশ। এর ফলে তারা আগামী এশিয়ান গেমস হকিতে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। পঞ্চম স্থানের লড়াইয়ে শক্তিধর দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু এতে করে লক্ষ্য বিচ্যুত হয়নি জিমি-চয়নরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ওমানকে হারিয়ে শুভসূচনা করে। এরপর কাজাখস্তানকে ৬-১ গোলে এবং থাইল্যান্ডকে ৩-১ গোলে হারায়। ৭-০ গোলে মালয়েশিয়া এবং ৫-০ গোলে হারে পাকিস্তানের কাছে। এই এশিয়ান গেমসেই জাতীয় দল থেকে অবসর নেন দেশের অন্যতম সেরা তারকা ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। ফলে জাতীয় দলের জার্সি গায়ে জিমি-চয়ন জুটিকে আর দেখা যাবে না কখনও। তবে ঘরোয়া হকিতে খেলা চালিয়ে যাবেন চয়ন। শেষের মতো চয়নের শুরুটাও এশিয়ান গেমসে। ২০০৬ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়াডে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ দুই বছরের জটিলতার অবসান ঘটিয়ে ঘরোয়া হকির সবচেয়ে বড় আসর প্রিমিয়ার হকির দলবদল হয় এবার। তবে নতুন করে জটিলতা সৃষ্টি হয়। দলবদলে আবাহনী-মোহামেডানের মতো দলগুলো অংশ নিলেও দেশের হকির আরেক পরাশক্তি উষা ক্রীড়াচক্র বেঁকে বসে। তাদের ভাষ্যÑ দলবদলের সময় খুব অল্প, তাই আরও সময় চাই তাদের। কিন্তু ফেডারেশন তাদের কথায় কর্ণপাত করেনি। ঊষাও অনড় থাকে তাদের সিদ্ধান্তে। দীর্ঘ ২২ বছর পর এমন ঘটনা ঘটায় ক্লাবটি। পরে দলবদলে অংশ না নেয়ার অপরাধে ফেডারেশন প্রিমিয়ার লীগ থেকে অবনমিত করে দেয় ঊষাকে। দলবদলে অংশ না নেয়ায় উষাকে ছাড়াই মাত্র ৬ দলের অংশগ্রহণে হয় এবারের ক্লাব কাপ হকি। এ বছরই টার্ফে গড়ায় বহুল প্রতিক্ষিত প্রিমিয়ার হকি লীগ। উষাকে সঙ্গে রেখেই লীগের সূচী করেছিল ফেডারেশন। কিন্তু শেষ পর্যন্ত তারা আসেনি লীগে। দলবদলে জটিলতা নিয়ে শুরু হওয়া লীগটাও নির্ঝঞ্ঝাটভাবে শেষ করা সম্ভব হয়নি। বিপত্তিটা বাধে লীগের একেবারে শেষে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান-মেরিনার্স। কিন্তু ওই ম্যাচটি ৪৪ মিনিট চলার পর বিশৃঙ্খলার কারণে পরিত্যক্ত হয়। দীর্ঘ ৫ মাস পর সেই ম্যাচটি ড্র ঘোষণা করাতে ৪৪ পয়েন্ট নিয়ে লীগের শিরোপা জেতে মোহামেডান। তবে এখানেই শেষ নয়। ওই ম্যাচে ক্লাব কর্মকর্তাদের অযাচিত হস্তক্ষেপের শাস্তিও পেতে হয়েছে। মোহামেডান ও মেরিনার্সের ৫ কর্মকর্তার বিভিন্ন মেয়াদে নিষিদ্ধও আর্থিক জরিমানা করা ফেডারেশন। সত্তরের দশকে নারী হকির চর্চা থাকলেও দীর্ঘদিন বাংলাদেশে ছিল না নারী হকি। এ বছরই আবার নতুন করে যাত্রা শুরু হয় নারী হকি দলের। বাংলাদেশে এই প্রথম কোন আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা হয়। যেখানে কলকাতা এ্যাথলেটিক ওয়ারিওর্সের বিপক্ষে তিন ম্যাচের দু’টিতে জিতে সিরিজ জয় করে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশের নারীরা। যদিও তারা খেলে ‘ঢাকা একাদশ’ নামে।
×