ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন শুরুর প্রত্যাশা পেত্রা কেভিতোভার

প্রকাশিত: ০৬:৫২, ৩০ ডিসেম্বর ২০১৮

নতুন শুরুর প্রত্যাশা পেত্রা কেভিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব টেনিসের আলোচিত নাম পেত্রা কেভিতোভা। সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। দুটিই আবার উইম্বলডনে। ২০১১ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর ২০১৪ সালে দ্বিতীয়টি। এরপর আর বড় কোন শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। তারপরও দমে যাননি পেত্রা কেভিতোভা। নতুন বছরে নতুন করে জ্বলে ওঠতে চান চেক তারকা। ২০১৮ সালে মেজর কোন শিরোপার স্বাদ পাননি কেভিতোভা। তবে ৫টি ডব্লিউটিএ টুর্নামেন্টের ফাইনাল জিতেছেন তিনি। এই সময়ে জিতেছেন ৪৭টি ম্যাচ। যার মধ্য দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে আবারও আসন গড়ে নিতে সক্ষম হয়েছেন তিনি। তবে ২০১৯ সালে নিজের কতটুকু পরিবর্তন দরকার? এ বিষয়ে এখনও সুস্পষ্ট ধারণা নেই তার। যদিওবা নিজের খেলার মানের আরও উন্নতি করতে মরিয়া এই চেক তারকা। এ প্রসঙ্গে কেভিতোভার ভাষ্য, আমি জানি না ২০১৯ সালের জন্য আমার কি পরিবর্তন হতে পারে। তবে এরজন্য আমার অবশ্য বসা দরকার। তারপর এ ব্যাপারটা নিয়ে আলাদা করে ভাবতে হবে। কিন্তু একটা বিষয়ে নিশ্চিত আমার আরও উন্নতি করা দরকার। এ বছরে যেসব ম্যাচ খেলে ব্যর্থ হয়েছি সেগুলো নিয়ে কাজ করা দরকার। অবশ্যই সেটা করব।’ সাত বছর আগে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান পেত্রা কেভিতোভা। তার তিন বছরের বিরতি শেষে জিতেন ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা। সে বছরই উহান ওপেনের প্রথম ট্রফি নিজের শোকেসে তুলেন তিনি। ২০১৪ সালের পর থেকে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ছয় ফুট উচ্চতার এই চেক তারকা। নিষ্প্রভ পারফর্মেন্সের পাশাপাশি তার বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় চোট। বিশেষ করে ২০১৬ সালে দর্বৃত্তদের হামলার শিকার হলে তো টেনিস থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিলেন তিনি। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাম হাতে মারাত্মক আঘাত পেয়েছিলেন কেভিতোভা। বাম হাতে আঘাত পাওয়ার কারণে আবারও তার টেনিস কোর্টে ফেরা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। তবে চিকিৎসকরা অবশ্য শুনিয়েছিলেন আশার বাণী। তারা ধারণা করেছিলেন কোর্টে ফিরতে অন্তত ছয় মাস সময় লাগবে কেভিতোভার। কিন্তু চোট কাটিয়ে মাত্র সাড়ে চার মাসের মধ্যেই কোর্টে ফিরে রীতিমতো টেনিস দুনিয়াকে চমকে দেন তিনি। জাত চ্যাম্পিয়ন বলে কথা। দোর্দ- প্রতাপেই কোর্টে ফেরেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। ২০১৭ সালে ফরাসী ওপেন দিয়ে প্রত্যাবর্তন ঘটে এই চেক সুন্দরীর। ২০১১ সালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ দুই নম্বরে উঠে এসেছিলেন কেভিতোভা। এরপর থেকেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বিশে ছিলেন চেক তারকা। কিন্তু ২০১৭ সালে প্রথমবারের মতো শীর্ষ বিশ থেকে ছিটকে পড়েন তিনি। তবে এ বছরে সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ফলে আবারও শীর্ষ বিশে ফেরেন কেভিতোভা। এই মুহূর্তে কেভিতোভার অবস্থান অবশ্য সাতে। গত নবেম্বরে প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী এখন শীর্ষ দশে অবস্থান করছেন উইম্বলডনের দুইবারের চ্যাম্পিয়ন কেভিতোভা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে যথারীতি সিমোনা হ্যালেপ। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন এই রোমানিয়ান তারকার এ বছরটা দারুণ কেটেছে। প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম জিতে নিজেকে নিয়ে যান ইতিহাসের সোনালি পাতায়।
×