ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাঙরের মুখ থেকে প্রাণরক্ষা

প্রকাশিত: ০৬:০৭, ৩০ ডিসেম্বর ২০১৮

হাঙরের মুখ থেকে প্রাণরক্ষা

সম্প্রতি ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। দেশটির গোপো উপকূলে একজন সার্ফার একটি জলজ্যান্ত হাঙরের সঙ্গে ধাক্কা খেয়ে ভালয় ভালয় ফিরে আসতে সক্ষম হয়েছেন। মাত্র কয়েক সেকেন্ডের এই বিরল ঘটনা বিশ্ববাসীর মনে দাগ কেটেছে। অনেকে আবার মজা করেছে। কারণ হাঙরের মুখ থেকে জ্যান্ত ফিরে আসা চাট্টিখানি কথা নয়। খবরে বলা হয়েছে, ডোমিনিকান রিপাবলিকের উপকূলের গোপো এলাকায় এ্যালেক্স সোটো কাইট সার্ফিং করছিলেন সাগরের জলে। অসম্ভব দ্রুত ছিল তার গতি। পানির মধ্যে দিয়ে সার্ফিং করে বেরিয়ে যাচ্ছিলেন এ্যালেক্স। আচমকা তিনি ধাক্কা খেলেন। কিসের সঙ্গে ধাক্কা খেলেন? এখানেই একটি বাঁক! এই বাঁক আর কিছু নয় একটি বিশাল হাঙর। সেই হাঙরটি উল্টো দিক থেকে আসছিল। বিষয়টি টের পাওয়া মাত্র দ্রুত জায়গা বদল করে ফেলেন এ্যালেক্স। -এনডিটিভি অবলম্বনে
×