ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গল্প হলেও সত্যি

প্রকাশিত: ০৬:০৬, ৩০ ডিসেম্বর ২০১৮

গল্প হলেও সত্যি

সেই কবে দেখা হয়েছিল। এর মাঝে সময়ের স্রোতে হারিয়ে গেল কত দিন মাস বছর। আবারও সময়টি এলো। তবে সেটি ৭২ বছর পর। দেখা হলো দুজনের। ১৯৪৬ সালের ডিসেম্বরের পর আবার ২০১৮ সালের ডিসেম্বর। পাক-ভারত স্বাধীনতার আগে ওরা এক জোড়া হয়েছিল, সেটাও স্টফে আট মাসের জন্য। তারপর ছাড়াছাড়ি দীর্ঘ ৭২ বছরের জন্য কেউ কারও মুখও পর্যন্ত দেখেনি। উপায়ও ছিল না। আর এখন যখন দেখা হল, তখন নতুন করে শুরু করার আর সময় নেই। নারায়ণন আর সারদা, ওদের এই প্রেমগাথা গল্প হলেও সত্যি। ১৯৪৬ সালে ওদের যখন বিয়ে হয় একজনের বয়স ছিল ১৮, আর অন্যজনের ছিল ১৩। সাত দশক পেরিয়ে বর্তমানে নারায়ণন ৯০-এ ঠেকেছেন। আর সারদার ৮৬-তে। দুজনেরই যৌবন ফুরিয়েছে। পাকা চুল, চামড়ায় ভাঁজ। তবুও যখন প্রেয়সীর সঙ্গে দেখা হল, নারায়ণনের একপলকেই চিনতে পারলেন সারদা দেবীকে। দুজনের কথাও হল। যাওয়ার আগে সারদাকে নারায়ণন বলে এলেন, ‘আজ আমি চলি’। উত্তরে সারদা স্টাফে তাকিয়ে রইলেন। -টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
×