ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচিত্র ঘটনা

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ ডিসেম্বর ২০১৮

বিচিত্র ঘটনা

অস্ত্রোপচারের সময় গিটার বাজানো কিংবা রোগীর গান শোনার কথা জানা গেছে আগেই। তবে এবার শোনা গেল অস্ত্রোপচারের সময় আরেকটি বিচিত্র ঘটনার কথা। সাধারণত যিনি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের জন্য যান তার আত্মীয়-স্বজনরাই উৎকণ্ঠার সঙ্গে সেই রোগীর মঙ্গল কামনায় ধর্মগ্রন্থ পাঠ করেন অপারেশন থিয়েটারের বাইরে থেকে। কিন্তু এবার ব্রেন টিউমার অপারেশনের সময়ে রোগী নিজেই টানা ৩ ঘণ্টা নিজ ধর্মগ্রন্থ থেকে হনুমান চালিসা পাঠ করলেন। ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরের একটি বেসরকারী হাসপাতালে। বিকানিরের বাসিন্দা ৩০ বছরের এক যুবক ব্রেন টিউমারে ভুগছিলেন কিছুদিন যাবত। অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা জানান, জ্ঞান থাকা অবস্থাতেই রোগীর অস্ত্রোপচার করবেন তারা। চিকিৎসকদের এই প্রস্তাবে তখন কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন সেই যুবক। কিন্তু চিকিৎসকরা যখন জানান এভাবে অস্ত্রোপচার করলে তার কথা বলার শক্তি নষ্ট হবে না তখন তিনি রাজি হন এমন অস্ত্রোপচারের ঝুঁকি নিতে। পরে তাকে শুধু লোকাল এ্যানাস্থেসিয়া দেয়া হয়। এ বিষয়ে নিউরো সার্জারির এক সিনিয়র কনসালট্যান্ট জানান, রোগীর ব্রেনের যে অংশে টিউমার হয়েছিল সেই অংশ মানুষের কথা বলা নিয়ন্ত্রণ করে। তাই এই অস্ত্রোপচার খুবই জটিল ছিল। এ কারণে তাকে সজাগ রেখে আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। কোন অংশের সামান্যতম ক্ষতি হলেও ওর কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারত। টানা তিন ঘণ্টা উনি হনুমান চালিসা পাঠ করে গিয়েছেন। তার কথা বলার সময় যদি সামান্য অস্বাভাবিকতা ধরা পড়ত তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেই ক্ষতি ঠিক করে দিতাম। বিড়বিড় করে ধর্মগ্রন্থ পাঠ রোগীর ব্রেনকে পুরোপুরি সজাগ রাখতে সাহায্য করেছে। ডেইলি সায়েন্স অবলম্বনে
×