ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনের দিন জামায়াত বিএনপি সারাদেশে নাশকতা করতে পারে ॥ ইমাম

প্রকাশিত: ০৫:৪০, ৩০ ডিসেম্বর ২০১৮

নির্বাচনের দিন জামায়াত বিএনপি সারাদেশে নাশকতা করতে পারে ॥ ইমাম

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি-জামায়াত সারাদেশে নাশকতা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যন এইচটি ইমাম। পাশাপাশি নির্বাচনে বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের এখনকার যে জনপ্রিয়তা এবং নৌকার পক্ষে যে জোয়ার, তাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ! শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের কাছে এমন খবর আছে, বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। ভোটের দিন সারাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ও ভুয়া বুথ তৈরি করে ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে দেখেছি নোয়াখালীতে নির্বাচন বানচাল করার জন্য কিছু সরঞ্জাম পুলিশ জব্দ করেছে। এখানে স্থানীয় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ নির্বাচনের দিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগাম অভিযোগপত্র প্রিন্ট করে রেখেছেন। নির্বাচনের আগের দিনই ব্যালট বাক্সগুলো সরকারী দল ভরে রাখছে ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে এইচটি ইমাম বলেন, এটি খুবই হাস্যকর অভিযোগ। কেননা, ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশন থেকে সশস্ত্রবাহিনীর প্রহরায় তারা নিয়ে যাচ্ছেন। যেখান থেকে নেয়া হচ্ছে সেখানে আমাদের যাতায়াত তো দূরের কথা, প্রবেশের অধিকারই নেই। আর কারা, কোথায় পাঠাচ্ছেন, কিভাবে পাঠাচ্ছেন সেটা আমরা টেলিভিশনে দেখেছি। তাছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স, ভোট গ্রহণের আগে তো পুলিশ এজেন্টদের আগেই ব্যালট বাক্স দেখানো হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক এ উপদেষ্টা বলেন, ভোটার এবং দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। সারা দেশেই নৌকার অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবারের ভোটের যে উৎসাহ তা একেবারে ঈদের মতো, পহেলা বৈশাখের মতো। উৎসবমুখর, চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আমরা মনে করি, বাঙালী জাতি আজ রবিবার স্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ প্রদান করবে। জাতীয় ঐক্যফ্রন্টসহ বিএনপি নেতাদের ফাঁস হওয়া বিভিন্ন ফোনালাপ ও ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্রের দিকগুলো তুলে ধরে এইচটি ইমাম বলেন, তারেক রহমানের বক্তৃতায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট, সন্ত্রাস সৃর্ষ্টির পরিকল্পনা ও নির্দেশনা দেয়া হয়েছে। তারা সংঘবদ্ধভাবে গেরিলা কায়দায় ভোট কেন্দ্রে গিয়ে কেন্দ্র দখলের হুমকিও দিয়েছে। পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইর অর্থায়নে ব্যাপক সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার ও বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত চলছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, এই নির্বাচন শুধু আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য নয়। গোটা বাঙালী জাতি ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষের প্রতিটি ভোট নিশ্চিত করবে পদ্মা সেতু নির্মাণের অসমাপ্ত কাজ তরুণ প্রজন্মের ভোটারদের সক্রিয় সমর্থনে সম্পূর্ণ করবে। বাংলাদেশে দ্রুতগতিতে বুলেট ট্রেনের স্বপ্ন, কর্ণফুলী টানেল, যমুনা টানেলের মতো উন্নয়ন প্রকল্প, ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কোটি কোটি মেধাবী ও প্রতিভাবান তরুণের কর্মসংস্থানের হাতছানি। সংবাদ সম্মেলনে এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাবেক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও মিডিয়া উপকমিটির সদস্য সচিব কাশেম হুমায়ুন উপস্থিত ছিলেন।
×