ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়ী করবে ॥ আব্দুর রহমান

প্রকাশিত: ০৫:৪০, ৩০ ডিসেম্বর ২০১৮

জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়ী করবে ॥ আব্দুর রহমান

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফলই আসুক তা মেনে নেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটি বলেছে, বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। নির্বাচন হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। আমরা আশা করি জনগণ এই সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করবে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এরপরও যদি জনগণ আমাদের ভোট না দেয়, নির্বাচনে যে ফলাফলই হবে সেটা আমরা মেনে নেব, স্বাগত জানাব। শনিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোন ব্যর্থ রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে থাকতে চায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্বৃত্তায়নের রাজনীতির পৃষ্ঠপোষকতা ও মদদ দেয়ার কারণেই বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ বিএনপি-জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, বিপুল ভোটে নৌকার বিজয় হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের জরিপের ফলাফল জাতির সামনে প্রকাশ করেছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আরডিসি, টাইম ম্যাগাজিন, হিন্দুস্থান টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ঘোষণা করেছে যে, আবারও বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পুনরায় রাখার জন্য ভোট প্রদান করবে। বিএনপি নেতাকর্মীরাও খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমন দাবি করে আবদুর রহমান বলেন, রাজনৈতিকভাবে চরম দেউলিয়া ও ব্যর্থতার ভারে নত বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জনগণের সমর্থন লাভে সম্পূর্ণ ব্যর্থ হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারেনি। মনোনয়ন বাণিজ্য, স্বাধীনতাবিরোধী দুর্বৃত্তায়নের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা দানের কারণে তারা দুর্নীতিবাজ তারেক-খালেদার নেতৃত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা সংঘাত-সহিংসতার পথ বেছে নিয়েছে। একদিকে গণমাধ্যমে লাগাতার মিথ্যাচার, অপপ্রচার ও গুজব সৃষ্টিতে লিপ্ত রয়েছে, অন্যদিকে সহিংসতা-সন্ত্রাস সৃষ্টির অপতৎরতায় লিপ্ত হয়েছে। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আবদুর রহমান বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত আদাদের কিন্তু ভোট কেন্দ্রে থাকতে হবে। ভোটারদের ভোট কেন্দ্রে নিতে হবে এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত আমাদের কাজে নিজেদের নিয়োজিত রাখতে হবে। কোন ধরনের অপপ্রচারের শিকার যেন না হয়, সে কারণে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
×