ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কচুয়ায় ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৪:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৮

কচুয়ায় ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৯ ডিসেম্বর ॥ চাঁদপুর-১ কচুয়া আসনে ১০৮টি কেন্দ্রে ২ লাখ ৬৫ হাজার ৯শ’ ৬৬ জন ভোটার। পুলিশ প্রশাসন ৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এ সমস্ত কেন্দ্রকে অধিকতর গুরুত্ব প্রদান করে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ২শ’ ২০ জন পুলিশ, ১ হাজার ২শ’ ৯৬ জন আনসার ও প্রয়োজনীয় সংখ্যক গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সিনিয়র সার্কেল এসপি কচুয়া শেখ রাসেল জানান। কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি প্যারামিলিটারি ফোর্স সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন, ইসলামী ফ্রন্ট, গণফোরাম ও স্বতন্ত্র থেকে মোট ৭ জন প্রার্থী রয়েছেন।
×