ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বেনাপোল বন্দরে দুদিন বাণিজ্য বন্ধ

প্রকাশিত: ০৪:২১, ৩০ ডিসেম্বর ২০১৮

নির্বাচনে বেনাপোল বন্দরে দুদিন বাণিজ্য বন্ধ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার ও রবিবার বন্ধ থাকছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। দুদিন এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে ফের এ পথে বাণিজ্য স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রাদোষ কান্তি দাস। বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা আনসার ব্যাটালিয়নের কমান্ডার বদিউজ্জামান জানান, এ বন্দরে দেশের কয়েক শ’ আমদানিকারকদের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। নির্বাচনের ছুটিতে বন্দরের কার্যক্রম দুদিন বন্ধ থাকবে। এ সময়ে যাতে কেউ বন্দরে প্রবেশ করে পণ্যের ক্ষতি করতে বা কোন নাশকতামূলক ঘটনা না ঘটে এজন্য অন্যান্য সময়ের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিয়াজ জানান, বেনাপোল ইমিগ্রেশনে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে অনান্য সময়ের চাইতে সংখ্যায় কম। নির্বাচনের পর তা ফের বাড়বে। নিষেধাজ্ঞা সত্ত্বেও ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করবে ইরান অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নতুন করে বেসরকারী কোম্পানিগুলোর কাছে ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করার পরিকল্পনা করছে ইরান। গত নবেম্বরে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের পর বেসরকারীভাবে তৃতীয় দফা তেল বিক্রির উদ্যোগ নিল দেশটি। গত বুধবার ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ জানান, এসব তেল ব্যক্তিগত খাতের আমদানিকারকরা কিনতে পারবেন এবং ইরানী মুদ্রা রিয়ালে দাম পরিশোধ করতে হবে। তবে যেসব ক্রেতা বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করতে চান তাদের জন্য সে সুযোগও রাখা হয়েছে। গত অক্টোবরে প্রথমবারের মতো শেয়ারবাজারের মাধ্যমে তেল বিক্রি শুরু করে ইরান। সে সময় জ্বালানি শেয়ারবাজারে তেলের দাম প্রতিব্যারেল ৭৪ দশমিক ৮৫ ডলার ঠিক করা হয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞাকে এড়ানোর জন্য ইরান এ ব্যবস্থা নেয় তেহরান। নবেম্বরে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইরান দ্বিতীয় দফা শেয়ারবাজারের মাধ্যমে তেল বিক্রি করে। সে সময় মোট তেল বিক্রি হয়েছিল মোট সাত লাখ ব্যারেল।
×