ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক বছরেও শেষ হয়নি বাল্লা স্থলবন্দরের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া

প্রকাশিত: ০৪:২০, ৩০ ডিসেম্বর ২০১৮

এক বছরেও শেষ হয়নি বাল্লা স্থলবন্দরের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক বছরেও শেষ হয়নি হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। এ অবস্থায় থমকে গেছে সকল ধরনের নির্মাণ কাজ। প্রশাসন বলছে, বেশকিছু সমস্যা রয়েছে। প্রস্তাবনা সংশোধনের মাধ্যমে দ্রুত কাজ শুরু হবে। ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে আমদানি-রফতানি বাড়ানোর লক্ষ্যে হবিগঞ্জের বাল্লা সীমান্তে স্থলবন্দর নির্মাণে ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্প অনুমোদন দেয় একনেক। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের কাছে প্রায় ২১ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেয় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। গেল অর্থবছরেই জমি অধিগ্রহণের নির্দেশনা থাকলেও ১ বছরের বেশি সময়েও শেষ হয়নি সে প্রক্রিয়া। এদিকে, প্রস্তাবিত জমি অধিগ্রহণে আপত্তি জানিয়েছে স্থানীয়রা। একইসঙ্গে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়েও শঙ্কিত তারা। এ অবস্থায় থেমে আছে স্থলবন্দর নির্মাণ প্রক্রিয়া। জেলা প্রশাসন বলছে, প্রস্তাবিত জায়গাটি ইতোমধ্যে কয়েক দফা পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও, স্থানীয়দের আপত্তির মুখে প্রস্তাবনা সংশোধনের চিন্তা করছে সরকার। জমি অধিগ্রহণে সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বন্দর নির্মাণের প্রস্তুতি হিসেবে চুনারুঘাট থেকে কেদারাকোট পর্যন্ত সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপদ বিভাগ। জটিল অঙ্কের সমাধান দেবে এ্যালেক্সা অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার জটিল অঙ্ক ও বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর দিতে পারবে এ্যামাজনের এআই স্পীকার এ্যালেক্সা। ডিভাইসটিতে যোগ হয়েছে ‘উলফআর্ম আলফা’ ইঞ্জিন। সাধারণত ইউকিপিডিয়া, ইয়েপ, এ্যাকুওয়েদার এবং স্ট্যাটস ডটকমের মতো সূত্রগুলো থেকে উত্তর দিয়ে থাকে এ্যালেক্স। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে এ কথা বলা হয়।
×