ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংঘাতমুক্ত নির্বাচন চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:১৮, ৩০ ডিসেম্বর ২০১৮

সংঘাতমুক্ত নির্বাচন চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ে এমন কর্মকা- থেকে রাজনৈতিক দলগুলোকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিদেশী বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার তাগিদ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকারকে দুর্নীতি দমন, প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন এলেই নানামুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনী সহিংসতায় ক্ষতির মুখে পড়ে আর্থিক খাত। পিছিয়ে পড়ে দেশী-বিদেশী বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম। আর তাই রাজনৈতিক দলগুলোকে সংঘাত এড়িয়ে চলার আহ্বান ব্যবসায়ীদের। বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাদাত ওমর বলেন, নির্বাচনে সহিংসতা হলে বিদেশী বিনিয়োগ যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি অনেক ক্ষুদ্র উদ্যোক্তারাও ক্ষতির সম্মুখীন হন। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে তাদের নিজেদের স্বার্থের চাইতে দেশের স্বার্থ অনেক বড়। বিনিয়োগ বৃদ্ধির শর্ত হিসেবে, অবকাঠামোগত প্রস্তুতি, আমলাতান্ত্রিক জটিলতা সহজীকরণে বাংলাদেশ বেশ এগিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে বিদেশী বিনিয়োগ বাড়াতে নির্বাচনের আগে ও পরে সংঘাতমুক্ত পরিবেশের প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন তারা। অর্থনীতিবিদ ড. গোলাম মোয়াজ্জেম বলেন, নির্বাচনের পূর্বে যে ধরনের পরিবেশ যাচ্ছে তাতে আমরা এক ধরনের সহিংসতার আভাস পাচ্ছি। এটা অনেক সময় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। বাংলাদেশে শ্রমিকদের অধিকার, মানবাধিকারসহ জাতীয় নির্বাচন প্রক্রিয়াও বিশেষভাবে পর্যবেক্ষণ করছে বাণিজ্য অংশীদার দেশগুলো। সুষ্ঠু নির্বাচন ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ কিংবা নির্বাচনকালীন প্রক্রিয়া নিয়ে যদি প্রশ্ন থেকে যায় তাহলে নির্বাচন পরবর্তী সময়ে আন্তর্জাতিক পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসায়িক বিষয়গুলো ভেবে দেখতে পারে। নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ বজায় রাখতে সব পক্ষকেই অর্থনৈতিক কর্মকা-ে ভূমিকা রাখার পরামর্শ সংশ্লিষ্টদের।
×