ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জরুরী চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমএমইউ

প্রকাশিত: ০৪:১৫, ৩০ ডিসেম্বর ২০১৮

জরুরী চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমএমইউ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জরুরী চিকিৎসাসেবা প্রদানে প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নির্দেশে ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জরুরী চিকিৎসাসেবা প্রদানের জন্য ভিআইপি ডিলাক্স কেবিন ৫১২ ও ৩১২, বিশেষজ্ঞ চিকিৎসক (প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীসহ) একটি এ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোসহ একটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন। -বিজ্ঞপ্তি
×