ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আনসার কমান্ডারকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৪:১৪, ৩০ ডিসেম্বর ২০১৮

আনসার কমান্ডারকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৯ ডিসেম্বর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে খলিল ম-ল (৫৪) নামে এক আনসার কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। নিহত আনসার কমান্ডার খলিল ম-ল একই গ্রামের মৃত সুজান ম-লের ছেলে। সে নির্বাচনকালীন সহকারী প্লাটুন কমান্ডারের দায়িত্বে ছিলেন বলে দৌলতপুর আনসার ও ভিডিপি কর্মকর্তা হামিদা খানম জানিয়েছেন। নিহত পরিবার ও পুলিশ জানায়, ফারাকপুর গ্রামের আজের আলীর ছেলে জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেয়ায় খলিল ম-লের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে আনসার কমান্ডার খলিল ম-লের গলায় জড়ানো মাফলার টেনে ধরলে শ্বাসরোধ অবস্থায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার খলিল ম-লকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত খলিল ম-লের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। হত্যাকা-ের বিষয়ে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, প্রতিবেশী জাদু মিয়ার সঙ্গে বিরোধের জের ধরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে খলিল ম-লের গলায় জড়ানো মাফলারে ফাঁস লেগে আনসার সদস্য খলিল ম-ল মারা যান। এ অভিযোগ দিলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
×