ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনা ও বিজিবির টহল

প্রকাশিত: ০৪:১৪, ৩০ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতে সেনা ও বিজিবির টহল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ভোটকেন্দ্র ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর আনাচে-কানাচে থাকা পাড়া মহল্লায়ও টহল চলছে। চট্টগ্রামের ১৬টি আসনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত রয়েছে প্রায় আট হাজার পুলিশ ও র‌্যাব। পুলিশের ও র‌্যাবের পাশাপাশি ২ হাজার ১০০ বিজিবি ছাড়াও প্রায় ১ হাজার ৫ শ’ সেনাবাহিনী ও নৌ বাহিনীর সদস্য ও কর্মকর্তা আকস্মিক চেকপোস্ট বসিয়ে ও টহল দিয়ে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করছে। ভোটারদের লাইনে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন বাহিনীকে সহযোগিতা করার জন্য প্রায় ২৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে চট্টগ্রামের ১৬টি আসনের ভোটকেন্দ্রে। এদিকে, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যবেক্ষক ও সাংবাদিকদের কার্ড ইস্যুতে ব্যাপক যাচাই বাছাই করেছে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে ব্যাঙ্গের ছাতার মতো খুলে বসা অনলাইন ডট কম ও সার্কুলেশন বিহীন পত্রিকার সাংবাদিক পেশাধারীদের ভোটকেন্দ্র পর্যবেক্ষণে কোন ধরনের কার্ড ইস্যু করেনি। নিরাপত্তার স্বার্থে এ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিপরীতে কোন কার্ড ইস্যু করা হয়নি। এছাড়া সাংবাদিকদের ব্যবহারে প্রয়োজনীয় গাড়ি ও মোটরসাইকেলের বিপরীতেও স্টিকার ইস্যু করা হয়েছে অনেকাংশে কম। তবে অন্য বারের তুলনায় এবার শুধুমাত্র আপ টু ডেট কাগজপত্র যাদের রয়েছে শুধুমাত্র ওইসব গাড়ির বিপরীতে স্টিকার ইস্যু করা হয়েছে। কিন্তু আগের সংসদ বা মেয়র এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলেও গাড়ির রেজিস্ট্রেশন সনদ জমা দিলেই স্টিকার দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের চট্টগ্রামের আঞ্চলিক সার্ভার স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে প্রায় সাড়ে ৫৬ লাখ ভোটার রয়েছে। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে মাত্র ৩টি আসন তথা চট্ট-৮, ৯ ও ১০ নং আসন নগরীতে। আর বাকি ১৩টি আসনই নগরীর বাাইরে। তবে চট্টগ্রাম-৪ আসনটি সীতাকু- আসন হিসেবে পরিচিত হলেও প্রায় সোয়া লাখ ভোটার নগরীতেই থাকেন। এই আসনের সীমারেখা সীতাকু- থেকে শুরু করে শেষ হয়েছে খুলশী থানাধীন রোজ ভ্যালি আবাসিক এলাকা পর্যন্ত। নগরীর ৩টি আসনে ৫৯৭টি ভোটকেন্দ্র। নগরীর বাইরে থাকা ১৩টি আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩০২টি।
×