ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেইপিজেডে বাসচাপায় ৩ শ্রমিক নিহত ॥ আহত ৪০

প্রকাশিত: ০৪:১৪, ৩০ ডিসেম্বর ২০১৮

কেইপিজেডে বাসচাপায় ৩ শ্রমিক নিহত ॥ আহত ৪০

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৯ ডিসেম্বর ॥ চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বাস চাপায় তিন গার্মেন্টস শ্রমিক নিহত ও ৪০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বরিশালের মোঃ লতিফ (৫০), কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের সুলতানা রাজিয়া রিজু (৩৫) ও লোহাগাড়া চুনতীর সামশুল হুদার পুত্র মোঃ ইরফান (২৮)। শনিবার সকাল আটটায় কেইপিজেডের ভেতরে ইয়ং ওয়ান সু-ফ্যাক্টরির গেটে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন-উজ্জ্বল কান্তি (৩০), তানিয়া আকতার (২৫), ইসফিকা চৌধুরী (২৬), জয়া (২৪), রমা চৌধুরী (২৫), রুম্পী জাহান (২৩), রহিমা (২৪), সাথী (১৯), কাউছার আকতার (২০), শাখী (২০), তৌহিদুল আলম (৩০), সুমন কান্তি দে (৩৫), নার্গিস (২৫), লাভলী (১৮), মিতালী (৩০), রাজু বড়ুয়া (৩২), আইরিন (১৯), চেমন আরা (১৮), ইয়াসমিন (১৮), শামীমা (২৪), উত্তম (৪৭), কাকলী (২২), রহিমা (২৩), মিনতী (৩৯), শুক্লা (১৮), রুবি (৩০), রুবি আকতার (২৫), তানিয়া (২০), আমিন (৩৩), বিশ্বজিত (৩৭), ফারুক (৪৯), তৈয়বা সুলতানা (২০) দুই বাসের অনন্ত ৪০ জন গার্মেন্টস শ্রমিক। বর্তমানে চমেক হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছে। ক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা বহনকারী তিন বাসে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, প্রতিদিনের মতো কোরিয়ান ইপিজেডের শ্রমিকরা বাসে করে তাদের কর্মস্থলে যান। শনিবার সকালে তাদের বহনকারী একটি দ্রুতগতির বাস ইয়ং ওয়ান সু-ফ্যাক্টরির গেটের সামনে অপর একটি বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গার্মেন্টস শ্রমিক লতিফ মারা যান। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাজিয়া ও ইরফান মারা যান। ঘটনার পর পরে ক্ষুব্ধ অন্য গার্মেন্টস শ্রমিকরা তিনটি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
×